একের পর এক সাফল্য এসে ধরা দিচ্ছে লিওনেল মেসিদের। ২০২১ সালে কোপা আমেরিকা জয়, এরপর লা ফিনালিসিমা জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দলটি। ৩৬ বছরের শিরোপখরা ঘুচিয়ে কদিন আগেই আরও একটি সাফল্যের দেখা পেয়েছে আলবিসেলেস্তেরা, টানা দ্বিতীয়বারের মত হয়েছে কোপার চ্যাম্পিয়ন। ধারাবাহিক সাফল্যের অগ্রযাত্রায় ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষে আছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকা জয়ের পর রেটিং পয়েন্টে বড় লাফ দিয়েছে আর্জেন্টিনা। ১৯০১.৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে আছে আলবিসেলেস্তেরা। এদিকে এবারের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে স্পেন। ফলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে স্প্যানিশরা।
বিজ্ঞাপন
লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসদের দারুণ পারফর্ম্যান্সে ১২ বছর পর ইউরো জিতে র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে স্পেন, উঠে এসেছে তিনে। এদিকে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছে ব্রাজিল, এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও, সেলেসাওরা এক ধাপ পিছিয়ে এখন অবস্থান করছে ৫ নম্বরে।
এদিকে এবারের ইউরোর সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স। ১৮৫৪.৯১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার পর র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছে কিলিয়ান এমবাপের দল। ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স আপ হওয়া ইংল্যান্ড আছে র্যাঙ্কিংয়ের ৫-এ। আর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়া দুই বছর পর শীর্ষ দশে এসেছে, তাদের অবস্থান নয়ে।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশও, এক ধাপ এগিয়ে লাল-সবুজের দলের অবস্থান এখন ১৮৪ নম্বরে। এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান, দলটি আছে ৮৪ নম্বরে।