শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

'জোকার'কে উড়িয়ে ফের উইম্বলডনের রাজা আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

'জোকার'কে উড়িয়ে ফের উইম্বলডনের মুকুট আলকারাজের

নোভাক জোকোভিচের শট লাগলো নেটে, কার্লোস আলকারাজ র‌্যাকেট ফেলে দিলেন। ২০২৩ এর মতোই তিনি হয়ে গেলেন ২০২৪ চ্যাম্পিয়ন। উইম্বলডনে গত বছরের পুনরাবৃত্তি হলো এবার, এমনকি ফলও। আবারও সার্ব তারকাকে হারিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা জিতলেন ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা।

সার্ব তারকার রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের অপেক্ষা ফুরালো না। গত বছর অল ইংল্যান্ড ক্লাবে পাঁচ সেটের রোমাঞ্চ ছড়িয়ে হার দেখেছিলেন জোকোভিচ। এবার তো প্রথম দুই সেটে পাত্তাই পাননি। আলকারাজের বিপক্ষে তৃতীয় সেটে প্রতিরোধ গড়লেও টাইব্রেকারে হেরে যান। ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন স্প্যানিশ তৃতীয় বাছাই।


বিজ্ঞাপন


এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন শিরোপা হারানো জোকোভিচ গত বছরের হারের শোধ নিতে পারলেন না। 

উন্মুক্ত যুগে টানা উইম্বলডন জেতা নবম খেলোয়াড় আলকারাজ। সবশেষ এই কীর্তি গড়েন সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ, ২০২১ ও ২০২২ সালে। এই তালিকায় আরও আছেন রজার ফেদেরার, পিট স্যাম্প্রাস, বরিস বেকার, জন ম্যাকএনরো, বিয়র্ন বোর্গ, জন নিউকম্বে ও রড লেভার। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল কখনও টানা উইম্বলডন জেতেননি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর