টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শেষে আজ সকালে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছে দলের প্রতিনিধি হিসেবে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।
এবারের আসরে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স নিয়ে তিনি বলেন, ‘না, আসলে সত্যি কথা বলতে, ভালোর তো শেষ নেই। হ্যাঁ, আরও অনেক ভালো হতে পারত। বিশেষ করে শেষ ম্যাচটা, আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে, ১২ ওভারের মধ্যে, যখন বুঝতে পারলাম ১২ ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই। তাও জিততে পারিনি।’
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপে দলে ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজনের কেউই এবারের আসরে নিজেদের চেনা ছন্দে ছিলেন না। ব্যাটে-বলে দুই বিভাগেই অফ ফর্মে ছিলেন সাকিব, ফর্মে ছিলেন না রিয়াদও।
দুই সিনিয়র ক্রিকেটারের ফর্মে না থাকা দলের পারফর্ম্যান্সে কতটা প্রভাব ফেলেছে এ বিষয়ে তাসকিন বলেন, ‘দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। ৪৭ দিন একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সব ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।’

