এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। ২০০৭ থেকে শুরু করে বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অভিজ্ঞ এই অলরাউন্ডার নিজের ছায়া হয়ে ছিলেন বলে সমালোচনাও হয়েছে ব্যাপক। এমনকি অনেকেই রব তুলেছিলেন সাকিব শেষ বলে। তবে সমালোচনার জবাব বেশ ভালোভাবেই দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তাঁর এই ইনিংসের সুবাদেই ডাচদের ১৬০ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। এদিকে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় সাকিবের কড়া সমালোচনা করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
বিজ্ঞাপন
শেবাগ বলেছিলেন, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল।’
সাকিবের অবসর নেয়া উচিত জানিয়ে শেবাগ আরও বলেন, ‘তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’
এদিকে কাল ম্যাচ জেতানো ৬৪ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে সাকিবকে শেবাগের করা মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একজন খেলোয়াড় কখনও কোন প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে।’
তিনি আরও বলেন, ‘সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নেই কাউকে। বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে... সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না।’
বিজ্ঞাপন
ব্যক্তিগত পারফর্ম্যান্স নিয়ে কখনোই চিন্তিত থাকেন না জানিয়ে সাকিব আরও বলেন, ‘নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম আজকে হয়ত আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়ত অন্য কারও দিন আসবে।’

