বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

লিটনের খারাপ সময় ও দল নিয়ে যা জানাল বিসিবি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১০:০১ পিএম

শেয়ার করুন:

লিটনের খারাপ সময় ও দল নিয়ে যা জানাল বিসিবি 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ওপেনার লিটন কুমার দাস। অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তবে ইদানিং যেন দুঃসময়ের ঘোর থেকে কিছুতেই বের হতে পারছেন না তিনি। তব তার অফ ফর্মে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে পাশে পাচ্ছেন লিটন। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাচক লিপু জানান, ‘লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে সেই নামের সঙ্গে এখনও তার খেলা সে পর্যায়ে আসতে পারেনি। শ্রীলঙ্কার সাথে আসলে একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য দল নির্বাচন করা হয়েছিল। এটা তো এখানে ভিন্ন খেলা। পুরো দলকে নিয়ে এসেছি। আমরা চাই যে কিপিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও স্বরূপে আসুক।’


বিজ্ঞাপন


ব্যাটারদের ফর্মহীনতা প্রসঙ্গে লিপু বলেন, ‘আমাদের টপ অর্ডার যা আছে তাদের মধ্যে থেকেই তো ওপেন করতে হবে। নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরার জন্য যা করণীয় তা করার চেষ্টা সাপোর্টিং স্টাফ করছে। দল নিশ্চয়ই একটা সেরা একাদশই হয়ত বেছে নিবে। যেহেতু তাসকিনকে (আহমেদ) আমরা ফেরত পাচ্ছি। হয়ত শরিফুলকে (ইসলাম) হারানোর যে ক্ষতিটা হবে তা পূরণ হবে কিছুটা।’

‘এখন তো সেরা একাদশ বলা যাবে না, কোচ-ক্যাপ্টেনের বিষয় থাকে। যেহেতু আমি নির্বাচক প্যানেল থেকে এসেছি আমার সাথে বৈঠক হয়েছে। এখানে এটা আমাদের নিতান্তই অভ্যন্তরীণ বিষয়। যেটা আমরা পাবলিকের সাথে শেয়ার করতে চাচ্ছি না।’

দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন লিপু। এ বিষয়ে তিনি বলেন, দলকে কিভাবে চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায় আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা রিকভার করব।

প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন বিপর্যস্ত। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর মূল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নটাই ধুল্যিসাৎ হবার পথে তখনও বাংলাদেশ নিজেদের নিয়েই ভাবনায় বন্দী।


বিজ্ঞাপন


গাজী আশরাফ হোসেন লিপু আরো বলেন, তাদের হয়ত আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কিভাবে আকাক্সিক্ষত পর্যায়ে নিতে পারি আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর