সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবে মাঠে ফিরবেন নেইমার, জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১১:৫২ এএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে বাবরের নতুন মাইলফলক

গত বছর চোটে পড়েছিলেন ব্রাজিলের পোষ্টার বয় নেইমার জুনিয়র। এরপর থেকে লম্বা এক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই সেলেসাও তারকা। কোপা আমেরিকা মিস করা এই ব্রাজিলিয়ান তারকাকে বছরের শেষ ভাগে পাওয়ার আশা করছে তার ক্লাব আল হিলাল। দলটির কোচ হোর্হে জেসুস আভাস দিয়েছেন তেমন কিছুরই।

গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় বাম হাঁটুতে মেনিস্কাস এবং অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল চোটে পড়েন নেইমার। সেই থেকেই আছেন মাঠের বাইরে। লেগেছে অস্ত্রোপচারও।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার সম্ভাব্য সময় জানান জেসুস। “নেইমারকে তারা পুরোপুরি সেরে ওঠার যে সময় দিয়েছে, তা সাধারণত ১০ থেকে ১১ মাসের মধ্যে হয়। নেইমার তাই আগামী মৌসুমের শুরুতে ফিট থাকবে না। আমরা আশা করি সেপ্টেম্বর, অক্টোবরের দিকে সে খেলার জন্য মতো অবস্থায় থাকতে পারবে।”

পিএসজি থেকে গত আগস্টে দুই বছরের চুক্তিতে আল হিলালে নাম লেখান নেইমার। চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তাকে ছাড়াই ৩৪ ম্যাচ অপরাজিত থেকে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল হিলাল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর