মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ঢাকা

নতুন কোচ খুঁজছে ভারত, দ্রাবিড় যুগের অবসান শীঘ্রই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৪, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

নতুন কোচ খুঁজছে ভারত, দ্রাবিড় যুগের অবসান শীঘ্রই

নতুন কোচ খুঁজছে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের নতুন প্রধান কোচ চেয়ে খুব শীঘ্রই বিসিসিআই বিজ্ঞাপন দিবে বলেই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ দেয়া হবে বলেই জানিয়েছেন জয় শাহ।


বিজ্ঞাপন


বিসিসিআই সচিব বলেন, ‘রাহুলের মেয়াদ আছে জুন পর্যন্ত। তবে কোচ হওয়ার জন্য সে চাইলে আবার নতুন করে আবেদন করতে পারবে।’

ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচ বিদেশি হতে পারে বলেও আভাস দিয়েছেন বিসিসিআই সচিব। তিনি বলেন, ‘আমরা এখনই বলতে পারছি না যে আমাদের নতুন কোচ ভারতীয় হবেন নাকি বিদেশি হবেন। ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি) অনুসারেই এটি নির্ধারণ করা হবে।’

ক্রিকেটে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দিচ্ছে অনেক দলই। তবে তবে বিসিসিআই এমন কিছু করবে না বলেই আভাস দিয়েছেন জয় শাহ। তিনি বলেন, ‘এ সিদ্ধান্তও সিএসির সিদ্ধান্ত অনুযায়ীই নেয়া হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশব পন্তের মত তিন ফরম্যাটেই খেলেন এমন অনেক ক্রিকেটার আছেন আমাদের দলে। তাছাড়া আগে কখনো এমনটা হয়ওনি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর