সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

ট্রেবল জয়ের দিকে তাকিয়ে পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম

শেয়ার করুন:

ট্রেবল জয়ের দিকে তাকিয়ে পিএসজি কোচ

ইউরোপের ক্লাবগুলোর মধ্যে চলমান মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ আছে কেবল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। সেই সুযোগটা কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ প্যারিসের ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা জয়ের নিঃশ্বাস দূরত্বে অবস্থান করছে পিএসজি। পরবর্তী ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে ফ্রান্সের রাজধানীর পাড়ার ক্লাবটির। ফরাসি কাপের ফাইনালে উঠেছে মারকুইনহোসের দল। যেখানে তাদের প্রতিপক্ষ লিও।


বিজ্ঞাপন


অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে বুরুশিয়া ডর্টমুন্ডকে হারাতে হবে এনরিকের দলকে।

লিগে লরিয়েন্টকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এনরিকে বলেন, ‘মৌসুম শেষ হতে আমাদের সামনে আরও সাত থেকে আটটি ম্যাচ বাকি আছে। শিরোপাগুলো জিততে চাইলে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। আমরা সেটা করতে চাই।’

লরিয়েন্টের বিপক্ষে জয় প্রসঙ্গেও কথা বলেছেন এনরিকে, ‘আমরা নিজেদের কাজটা সেরে রাখলাম। ম্যাচটি নিয়ে ছেলেরা ভীষণ সিরিয়াস ছিল। দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেও জিততে পেরেছি। যতক্ষণ পর্যন্ত না শিরোপা জিততে পারছি ততক্ষণ সন্তুষ্ট থাকার সুযোগ নেই। মাঠের পারফরম্যান্স নিয়ে আমি রোমাঞ্চিত। আমরা শিরোপার খুব কাছাকাছি আছি। ভুলে গেলে চলবে না মৌসুম শেষ হবে এখনও বাকি আছে। এ সময় আমাদের অন্য কাজগুলোর দিকেও মনোযোগ রাখতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর