সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

বার্সায় থেকে যাওয়ার কথা বলে যা জানালেন জাভি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

বার্সায় থেকে যাবার কথা বলে যা জানালেন জাভি 

চলতি মৌসুমের শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ খুঁজে পাচ্ছিলো না বার্সেলোনা। দলের বাজে পারফর্ম্যান্সের কারণে কোচ জাবি হার্নান্দেজ মৌসুমের মাঝপথেই জানিয়েছিলেন, মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন তিনি। এমন ঘোষণা দেওয়ার পরও কয়েকবার তিনি বলেছিলেন যে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে অবশেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

পূর্বের চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সার কোচ হিসেবে থাকার কথা ছিল জাবির। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে সেই মেয়াদ পূর্ণ করতে চলেছেন সাবেক এই কাতালান ফুটবলার। গতকাল বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে সভার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন জাভি। এবার আনুষ্ঠানিক ভাবে কাতালান শিবির থেকে যবার কথা জানালেন জাভি।   


বিজ্ঞাপন


আজ এক সংবাদ সম্মেলনে বার্সেলোনার দায়িত্ব চালিয়ে যাওয়ার মূল দিকটি জানিয়ে জাভি বলেন, ‘এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। জানুয়ারিতে আমি সভাপতি (হুয়ান লাপোর্তা), (স্পোর্টিং ডিরেক্টর) ডেকো এবং বোর্ডকে জানিয়েছিলাম যে এটাই (জাভির চলে যাওয়া) ক্লাবের জন্য ভালো। এখন পরিস্থিতি বদলেছে। গতকাল আমরা এই ব্যাপারে সরাসরি কথা বলেছিলাম। আমি মনে করি আমাদের কাজটা শেষ হয়নি এবং দলটা বিজয়ী হতে পারে। সবচেয়ে বেশি আশা নিয়ে আমি দৃঢ়প্রত্যয়ী। খেলোয়াড়রাও এটা বিশ্বাস করে এবং আমি আমার মত পরিবর্তন করেছি। ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।’ 

তবে চলতি মৌসুমে শিরোপাহীন থাকা বার্সার ডগআউটে থেকে যাওয় কঠিন ছিলো মনে করেন জাভি। তবে ক্লাব কিংবদন্তিকে চালিয়ে যেতে সাহস যুগিয়েছেন খেলোয়াড়রা, বলেছেন বার্সা কোচ। তিনি বলেন, ‘ফুটবলারদের সমর্থন পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা আমাকে দেখিয়েছে যে আমাকে চালিয়ে যেতে হবে। এই মৌসুমে আমরা কোনো শিরোপা না জিতলেও আমি বিশ্বাস করি যে, প্রজেক্টটা শেষ হয়ে যায়নি। ভক্তরাও বিশ্বাসটা দিয়েছে যে আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আর সবশেষে আমি দেখতে পাচ্ছি যে আমার সেই সামর্থ্যটা আছে।’ 

জাভি আরও বলেন, ‘আমি বার্সারই লোক। আমি এই ক্লাবেরই একজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্লাবের কথা চিন্তা করা। গতকাল আমরা সভাপতির সাথে দেখা করেছি, আমি অধ্যায়টা শেষ করতে চেয়েছি। কিন্তু আমি সভাপতি, ডেকো সহ পুরো বোর্ডের আস্থা অনুভব করছি।’ 


বিজ্ঞাপন


এছাড়া গতকাল সভার পর বার্সার সহ-সভাপতি রাফা ইউস্তে সংবাদমাধ্যমে বলেন, ‘শাভি (দায়িত্ব) চালিয়ে যাবে এবং খুবই রোমাঞ্চিত… ক্লাবের বোর্ড এখানে সর্বসম্মত যে, তারই দায়িত্বে থাকা উচিত।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর