সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিব-মুস্তাফিজের দলে ফেরা নিয়ে যা জানাল বিসিবি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

সাকিব-মুস্তাফিজের দলে ফেরা নিয়ে যা জানাল বিসিবি 

আসছে জুনেই শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের জমজমাট এই আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩মে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

এই সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেওয়া হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ছুটিতে আছেন সাকিব। অপরদিকে মোস্তাফিজ খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যার জন্য এই দুই তারকাকে দলে যুক্ত করেননি বিসিবি। ছুটি শেষে দলে যোগ হবেন এই দুই তারকা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।


বিজ্ঞাপন


মুস্তাফিজকে নিয়ে গাজী আশরাফ বলেন, ‘আমার ধারণা মুস্তাফিজ প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো এভেইলেবল থাকবেন না।’

গাজী আশরাফ সাকিবের দলে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।’

সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে সফরকারীড়া বাংলাদেশে আসবে ২৮ এপ্রিল। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বাকি দুইটি হবে ঢাকায়।৩মে চট্টগ্রামে প্রথম ম্যাচের পর সেখানেই বাকি দুইটি ম্যাচ অনূষ্ঠিত হবে ৫ ও ৭ মে। তিন ম্যাচ শেষে ঢাকায় ফিরবে দুই দল। 

এরপর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ মে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ শেষ করেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাত্রা করবে বাংলাদেশ দল। সেখানে আমেরিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর