মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘রেফারিটা সত্যিই বাজে ছিল’, পিএসজির কাছে হারের পর জাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

‘রেফারিটা সত্যিই বাজে ছিল’, পিএসজির কাছে হারের পর জাবি

বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়লেও গত দুই মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি কাতালান ক্লাবটি। তবে এবার সেমিফাইনালের দৌড়ে বেশ ভালো ভাবেই ক্তালান ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেস থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। ফলে গতকাল ফরাসি জায়ান্টদের বিপক্ষে ড্র করতে পারলেও শেষ চার নিশ্চিত হত জাবি এর্নান্দেজের শিষ্যদের। তবে তা হয়নি, তীরে এসেই তরী ডুবিয়েছেন লামিনে ইয়ামালরা।


বিজ্ঞাপন


গতকাল নিজেদের ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে পিএসজির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বেশ দাপুটে সূচনাই পেয়েছিল বার্সেলোনা। দশ মিনিটের মাথায় এগিয়েও গিয়েছিল রাফিনহার গোলে। তবে এরপরই বাঁধে যত বিপত্তি।

ম্যাচের আধঘন্টা

যেতে না যেতেই লাল কার্ড দেখেন রোনাল্ড আরাউহো। দশজনের দলের বিপক্ষে এরপর লিড নেয় পিএসজি। এখানেই শেষ নয়, গতকাল ম্যাচে লাল কার্ড দেখেছেন বার্সা কোচ জাবি এবং গোলরক্ষক কোচ দে লা ফুয়েন্তেও। এছাড়া দুই দলের ১২ ফুটবলার কার্ড দেখেছে কাল।

শেষ পর্যন্ত খর্বশক্তির বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি জিতে নেয় পিএসজি। এদিকে হারের পর বাজে রেফারিংয়ের সমালোচনা করেছেন বার্স আকোচ জাবি। তিনি বলেন, ‘রেফারিটা সত্যিই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। আমি রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে।’


বিজ্ঞাপন


আরাউহোর লাল কার্ড দেখার আগে বার্সা ভালোই খেলছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষুব্ধ। লাল কার্ডটাই ক্ষতি করেছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা ভালোই সংগঠিত ছিলাম। এটাই পুরোপুরিভাবে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল।’

এদিকে ইকায় গুন্দোয়ানকে মার্কিনিওস ফাউল করার পর রেফারি পেনাল্টি না দেয়াইয় বিজ্ঞাপনী বিলবোর্ডে লাথি মেরে লাল কার্ড দেখেন জাবি। এখানে নিজের দোষ স্বীকার করেছেন তিনি। জাবি বলেন, ‘সেটা আমার ভুল ছিল। দোষটা আমারই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর