মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

অ্যাটলেটিকোকে হারিয়ে সেমিফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১১:২২ এএম

শেয়ার করুন:

অ্যাটলেটিকোকে হারিয়ে সেমিফাইনালে ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়েই গতকাল ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ২-১ গোলে হারায় জার্মান ক্লাবটির জন্য ম্যাচটি ছিল চ্যালেঞ্জিং। তবে নিজেদের সমর্থকদের সামনে ম্যাচটিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে ডর্টমুন্ড।

ঘরের মাঠে প্রথম লেগে ডর্টমুন্ডকে হারালেও গতকাল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ম্যাচের ৩৯ মিনিটের মাঝেই দুই লেগ মিলিয়ে এক গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তন করেছে স্বাগতিকরা। মিনিট চারেকের ব্যবধানে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি।


বিজ্ঞাপন


ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণ শাণিয়েছে ডর্টমুন্ড। তবে সিমিওনের শিষ্যদের রক্ষণ গলিয়ে গোলের সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি সফরকারীরা। ম্যাচের ৩৪ মিনিটে স্বাফতিকদের এগিয়ে দেন জুলিয়ান ব্রান্ড।

GLUbALhXQAAG2dJ

এদিকে ম্যাচে লিড নেয়ার মিনিট পাচেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান মাস্তেন। ফলে বিরতিতে যাওয়ার আগেই দুই লেগ মিলিয়ে এক গোলের লিড পায় স্বাগতিকরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা জমিয়ে তোলে অ্যাটলেটিকো।


বিজ্ঞাপন


এদিকে বিরতি থেকে ফেরার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে হজম করে বসে ডর্টমুন্ড। ম্যাটস হামেলস নিজেদের জালে বল জড়ালে স্বস্তি ফিরে অ্যাটলেটিকো শিবিরে। এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে তিন পরিবর্তন আনেন সফরকারীদের কোচ সিমিওনে। ৬৪ মিনিটেই এর সুফলও পায় তারা। আনহেল কোড়েয়ার গোলে দুই লেগে মিলিয়ে ৪–৩ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

2024-04-16T211346Z_1431021629_UP1EK4G1MYWHX_RTRMADP_3_SOCCER-CHAMPIONS-DOR-ATM-REPORT

তবে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো। ৭১ মিনিটে ডর্টমুন্ডকে ফের এগিয়ে দেন নিক্লাস ফুল্ক্রুগ। দুই লেগ মিলিয়ে সমতা ফেরার মিনিট তিনেকের মাঝেই লিডও নিয়ে নেয় দলটি, ৭৪ মিনিটে গোলটি করেন মার্সেল সাবিতজার। ম্যাচে ৪-২ এবং দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে ঘরের মাঠে দুর্দান্ত জয়ে এস্মিফাইনাল নিশ্চিত হয় ডর্টমুন্ডের। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনাকে হারিয়ে সেমিতে ওঠা পিএসজি।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর