মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘ক্রিকেটের স্বার্থেই আরসিবিকে বিক্রি করে দেয়া উচিত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ পিএম

শেয়ার করুন:

‘ক্রিকেটের স্বার্থেই আরসিবিকে বিক্রি করে দেয়া উচিত’

আইপিএলের চলমান আসরে এখনো পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসিসের মত তারকায় ঠাসা দলটি অবশ্য আছে শোচনীয় পর্যায়ে, আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। গতকাল নিজেদের সবশেষে ম্যাচে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে গতকাল ২৮৭ রানের পাহাড় সমান সংগ্রহ গড়েছিল হায়দরাবাদ। আইপিএল ইতহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এটি। ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে ২৫ রানের ব্যবধানে।


বিজ্ঞাপন


এদিকে গতকালের হারে প্লে-অফ থেকে অনেকটা দূরে সরে গেছেন কোহলিরা। ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পাওয়া আরসিবির পয়েন্ট এখন ২, টানা পাঁচ ম্যাচ হেরে আছে পয়েন্ট টেবিলের দশ নম্বরে।

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকেই টুর্নামেন্টে খেলছে আরসিবি। তবে টুর্নামেন্টের শুরু থেকে এখনো পর্যন্ত একবারও শিরোপার দেখা পায়নি দলটি। এ তালিকায় আরও আছে দিল্লী ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস।

এদিকে গতকাল হায়দরাবাদের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর ভারতের কিংবদন্তি টেনিস তারকা  টেনিস তারকা মহেশ ভূপতি জানিয়েছেন, ক্রিকেট এবং আইপিএলের স্বার্থেই  আরসিবিকে বিক্রি করে দেয়া উচিত নতুন কোনো মালিকের কাছে।

গতকাল এক্সে দেয়া এক পোস্টে মহেশ ভূপতি লিখেন, ‘ক্রিকেট, আইপিএল, সমর্থক এমনকি ক্রিকেটারদের স্বার্থে হলেও বিসিসিআইয়ের উচিত আরসিবিকে নতুন কোনো মালিকের কাছে বিক্রি করে দেয়া যারা সুন্দর একটি ফ্র্যাঞ্চাইজি গঠন করবে যেভাবে অন্য দলগুলোও করেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর