মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

চোট নয়, ম্যাক্সওয়েল খেলেননি নিজের ইচ্ছাতেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

চোট নয়, ম্যাক্সওয়েল খেলেননি নিজের ইচ্ছাতেই

এবারের আইপিএলে শোচনীয় অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কখনোই শিরোপা না জেতা দলটি এবারের আসরে এখনো পর্যন্ত খেলেছে ৭ ম্যাচ। গতকাল সবশেষ ম্যাচে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তবে ৫৪৯ রানের ম্যাচে জিততে পারেনি ব্যাঙ্গালুরু। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।

এদিকে ব্যাঙ্গালুরুর মত শোচনীয় অবস্থায় আছেন দলটির বড় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টীর মারকুটে এই ব্যাটার এখনো পর্যন্ত চলতি আসরে নিজে ক্যারিশমা দেখানোর সুযোগ পাননি। ৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে ২৮ রান করেছেন তিনি। ইতোমধ্যেই তিন ম্যাচে শুন্য রানে আউট হওয়া অজি এই ব্যাটার নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন না।


বিজ্ঞাপন


এদিকে সানরাইজার্সের বিপক্ষে গতকালের ম্যাচে খেলেননি ম্যাক্সওয়েল। ভারতীয় সংবাদমধ্যমের খবরে জানা যায়, চোটে পড়েছেন অজি এই ব্যাটার। এ কারণেই দলে নেয়া হয়নি তাঁকে।

তবে ম্যাক্সওয়েল গতকাল ম্যাচ শেষে জানিয়েছেন, চোট নেই তাঁর, বরং নিজেকে খুঁজে পেতেই বিশ্রাম নিয়েছেন তিনি। তাঁর ইচ্ছাতেই তাঁকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। তিনি বলেন, ‘আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল।’

পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। তাই আমি অনুভব করেছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন, যাতে আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয়। আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেওয়ার এটা ভালো সময়। আশা করি সে তার সক্ষমতা দেখিয়ে দলে জায়গা পাকাপোক্ত করবে।’

এদিকে গতকালের রানবন্যার ম্যাচে না খেলে ভুল করেছেন জানিয়ে তিনি বলেন, ‘পাওয়ারপ্লের সময় লক্ষ্য করলাম এই পিচ আগের ম্যাচগুলোর মতো অতটা মন্থর এবং অসম গতির নয়। বুঝতে পারলাম ম্যাচটা না খেলে ভুল করেছি। এমন পিচে ব্যাট করতে পারলে ভালোই হতো।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর