মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোস্তফিজের আইপিএল খেলা উচিত: আকরাম খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

মোস্তফিজের আইপিএল খেলা উচিত: আকরাম খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। ইতোমধ্যেই দলটির হয়ে ম্যাচজয়ী পারফর্ম্যান্সও করেছেন তিনি, পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারের তালিকায় তিনি আছেন তিনি।

তবে পাঁচবারের শিরোপা জয়ীদের হয়ে পুরো মৌসুম আইপিএলে খেলতে পারবেন না টাইগার এই পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই সিরিজের জন্যই কাটার মাস্টারকে দলে চাইছে বিসিবি।


বিজ্ঞাপন


এ কারণে আগামী ২ মে দেশে ফিরবেন মোস্তাফিজ। আইসিসির দেয়া অনাপত্তিপত্র অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার ছুটি ছিল মোস্তাফিজের। তবে আজ টাইগার এই পেসারের ছুটি একদিন বাড়িয়েছে বিসিবি। এতে করে আগামী ১মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে খেলতে পারবেন তিনি। এরপর ২ মে দেশে ফিরবেন তিনি।

এদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের বদলে আইপিএল খেললেই বেশি লাভ হতো মোস্তাফিজের। আজ গণমাধ্যমকে আকরাম বলেন, ‘সত্যি কথা বলতে, সে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে, ব্যক্তিগতভাবে লাভবান হবে, তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ, জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে সেখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিংরুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে। সেখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে। আমার মনে হয়, ওর সুযোগ পাওয়া উচিত।’

মোস্তাফিজের পারফর্ম্যান্স গত এক বছর খারাপ ছিল জানিয়ে আকরাম আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হচ্ছে, মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কারণ, সে গত এক বছর ধরে ধুঁকছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকেই যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে, তা না।’

আইপিএলে মোস্তাফিজ ভালো করলে বাংলাদেশ লাভবান হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আইপিএলে গিয়ে যদি এ রকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা বেশি লাভবান হব। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরও এটা নির্ভর করছে কোচিং স্টাফ, নির্বাচকদের চিন্তা-ভাবনার ওপর। কিন্তু সে যে ভালো করছে, এটা বাংলাদেশের জন্য ভালো।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর