২০০৪ সালের ১০ এপ্রিল, ক্রিকেট বিশ্বের জন্য স্মরণীয় এক দিন। প্রথম ব্যাটার হিসেবে সেদিন টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রান করার মাইলফলক গড়েছিলেন ব্রায়ান লারা। ক্যারিবীয় এই কিংবদন্তি ২০ বছর আগে আন্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অবিস্মরণীয় এই ইনিংস।
অ্যান্টিগাতে আরও একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন লারা, সেটিও ইংল্যান্ডের বিপক্ষেই। সেবার সাদা পোশাকে ইংলিশদের বিপক্ষে তিনি খেলেছিলেন ৩৭৫ রানের ইনিংস।
বিজ্ঞাপন
ক্যারিবীয় এই কিংবদন্তি টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৩০০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন এই দুইবার। অবশ্য তিনি ছাড়া আরও তিনজন ব্যাটার সাদা পোশাকে একের অধিক তিনশ রানের ইনিংস খেলেছেন। তারা হলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, ক্রিস গেইল, বীরেন্দ্র শেবাগ।
ব্র্যাডম্যানের প্রথম তিনশ ছাড়ানো ইনিংস খেলেন ১৯৩০ সালে, সেবার তিনি করেন ৩৩৪ রান। এর চার বছর পর তিনি আবার খেলেছিলেন ৩০৪ রানের ইনিংস। শেবাগ ২০০৪ সালে ৩০০৯ এবং চার বছর পর ২০০৮ সালে করেন ৩১৯ রান। ক্যারিবীয় মারকুটে ব্যাটার গেইল ২০০৫ সালে করেন ৩১৭, এরপর ৩৩৩ রানের ইনিংস খেলেন ২০১০ সালে।
সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে সবশেষ তিনশ ছাড়ানো ইনিংসের দেখা মিলেছিল ২০১৯ সালে। মাইলফলক ছোঁয়া এই ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার, করেছিলেন ৩৩৫ রান, ছিলেন অপরাজিতও।
সাদা পোশাকের ক্রিকেটে এই চারজন সহ মোট ২৭ জন ক্রিকেটার খেলেছেন তিনশ বা এর বেশি রানের ইনিংস। আর টেস্টে তিনশ রানের একক ইনিংসের দেখা মিলেছে মোট ৩১ বার। ব্র্যাডম্যান, লারা, গেইল এবং শেবাগ ছাড়া আর কোন দেশের কোন কোন ব্যাটার সাদা পোশাকে ছুঁয়েছেন এমন মাইলফলক? চলুন জেনে নেয়া যাক।
বিজ্ঞাপন
টেস্ট ক্রিকেটে তিনশ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন যারা:
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৩৩৫*, ৩০ নভেম্বর ২০১৯
২. করুণ নায়ার (ভারত) ৩০৩*, ১৯ ডিসেম্বর ২০১৬
৩. আজহার আলী (পাকিস্তান) ৩০২, ১৩ অক্টোবর ২০১৬
৪. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৩০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৪
৫. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৩১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৪
৬. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৩১১*, ১৯ জুলাই ২০১২
৭. মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ৩২৯*, ৩ জানুয়ারী ২০১২
৮. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৩৩, ১৫ নভেম্বর ২০১০
৯. ইউনিস খান (পাকিস্তান) ৩১৩, ২১ ফেব্রুয়ারি ২০০৯
১০. বীরেন্দ্র শেবাগ (ভারত) ৩১৯, ২৬ মার্চ ২০০৮
১১. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ৩৭৪, ২৭ জুলাই ২০০৬
১২. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩১৭, ২৯ এপ্রিল ২০০৫
১৩. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ৪০০*, ১০ এপ্রিল ২০০৪
১৪. বীরেন্দ্র শেবাগ (ভারত) ৩০৯, ২৮ মার্চ ২০০৪
১৫. ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া) ৩৮০, ৯ অক্টোবর ২০০৩
১৬. ইনজামাম-উল-হক (পাকিস্তান) ৩২৯, ১ মে ২০০২
১৭. মার্ক টেলর (অস্ট্রেলিয়া) ৩৩৪*, ১৫ অক্টোবর ১৯৯৮
১৮. সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ৩৪০, ২ আগস্ট ১৯৯৭
১৯. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ৩৭৫, ১৬ এপ্রিল ১৯৯৪
২০. গ্রাহাম গুচ (ইংল্যান্ড) ৩৩৩, ২৬ জুলাই ১৯৯০
২১. লরেন্স রো (ওয়েস্ট ইন্ডিজ) ৩০২, ৬ মার্চ ১৯৭৪
২২. বব কাউপার (অস্ট্রেলিয়া) ৩০৭, ১১ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩. জন এডরিচ (ইংল্যান্ড) ৩১০*, ৮ জুলাই ১৯৬৫
২৪. বব সিম্পসন (অস্ট্রেলিয়া) ৩১১, ২৩ জুলাই ১৯৬৪
২৫. গারফিল্ড সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) ৩৬৫*, ২৬ ফেব্রুয়ারি ১৯৫৮
২৬. হানিফ মোহাম্মদ (পাকিস্তান) ৩৩৭, ১৭ জানুয়ারী ১৯৫৮
২৭. লেন হাটন (ইংল্যান্ড) ৩৬৪, ২০ আগস্ট ১৯৩৮
২৮. ডোনাল্ড ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৩০৪, ২০ জুলাই ১৯৩৪
২৯. ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড) ৩৩৬*, ৩১ মার্চ ১৯৩৩
৩০. ডোনাল্ড ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৩৩৪, ১১ জুলাই ১৯৩০
৩১. অ্যান্ডি স্যান্ডহাম (ইংল্যান্ড) ৩২৫, 3 এপ্রিল ১৯৩০

