শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

‘দ্রুত কামব্যাক করবেন লিটন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

টাইগারদের নতুন অধিনায়ক হচ্ছেন লিটন!   

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতে হেরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সাগরিকায় চতুর্থ দিনেই জয়ের মঞ্চটা তৈরি করে রেখেছিল শ্রীলঙ্কা। ব্যাটিং অর্ডারের শেষদিকে এসে মেহেদি হাসান মিরাজ প্রতিরোধ গড়ায় অপেক্ষা বাড়ছিল সফরকারীদের। শেষ উইকেটে পেসার খালেদকে বোল্ড করার মধ্য দিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করে লাহিরু কুমারা। তাতে ১৯২ রানে জয়ে সিরিজটা ২-০ করে নেন লঙ্কানরা। এদিকে সিরিজ জুড়ে ব্যাটিং ব্যর্থতা টাইগারদের ভুগিয়েছে। 

তবে সমালোচনায় এসেছে নিয়মিতভাবে অধারাবাহিক লিটনকে নিয়ে। ক্যারিয়ারজুড়েই ধারাবাহিকতা নিয়ে লড়াই করতে থাকা লিটনের লঙ্কান সিরিজেও ব্যাট হাসেনি। ফলে তাকে নিয়ে সমালোচনার তীরে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘প্রথমত আমি কোনো প্লেয়ারকে আলাদাভাবে দেখি না। প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে আমার চাওয়াটা একইরকম থাকে। যার যে রোল আছে সবাই সেই অনুযায়ী যেন সে খেলে। এখানে যে কয়টা প্লেয়ার আছে সবার সামর্থ্য আছে। কারও অভিজ্ঞতা একটু বেশি কারও একটু কম। লিটন অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার।’

‘আমি আশা করব যে যেভাবে গত ২ বছর আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলেছে সে খুবই ভালো করেছে। দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছে। ৪টা ইনিংস ভালো যায়নি। আমি আশা করব যে সামনে কামব্যাক করবে।’

এদিকে দুই টেস্টে এমন হারের কারণ প্রস্তুতির অভাব বলে আলোচনা চলছে কদিন ধরেই। এমন অভিযোগ পুরোপুরি মানতে নারাজ অধিনায়ক শান্ত। তবে টেস্টে ভালো করতে একটি চাহিদার কথা জানিয়েছেন তিনি। 

শান্ত বলেন, ‘আমরা কোন সিরিজ খেলতে যাওয়ার আগে সেখানে যদি ‘এ’ দল পাঠাতে পারি তাহলে সবচেয়ে কার্যকরী হবে। যারা শুধু টেস্ট খেলছে বা যারা এক-দুটি সংস্করণ খেলে, ওরা যদি আগে গিয়ে এক-দুটি ম্যাচ খেলতে পারে, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে। ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারনা হবে। যারা তিন সংস্করণে খেলে তাদের জন্য কঠিন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর