শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

টেস্টে ভালো করতে যে চাহিদার কথা জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

টেস্টে ভালো করতে যে চাহিদার কথা জানালেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের দুইটিতেই বেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সিলেটের মত চট্টগ্রাম টেস্টেও ব্যাট হাতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারেনি টাইগার ব্যাটাররা। ব্যাটিংয়ের মত ফিল্ডিংয়েও নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাগতিক ক্রিকেটাররা। দুই টেস্টেই বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন জয়-শান্তরা।

সিলেট টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর চট্টগ্রামেও ১৯২ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারের পর আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের অধিনায়ক শান্ত। ব্যাটিং ব্যর্থতাঁর কারণেই এমন হার বলেই জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’


বিজ্ঞাপন


এদিকে ফিল্ডিং এবং কযাচ মিস নিয়ে শান্ত বলেন, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব যে, সবাই যথেষ্ট অনুশীলন করেছে। অনুশীলনে সবাই প্রত্যেকটা ক্যাচও নেয়। কেন হয়েছে তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে বলব সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি।’

এমন হারের পর ক্রিকেটারদেরও খারাপ লাগে বলেও জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘দল খারাপ করার পরে খারাপ লাগাটা কাজ করে এবং কিভাবে এটা আরও ভালো করতে পারে দলের জন্য সেটা সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে।’

এদিকে দুই টেস্টে এমন হারের কারণ প্রস্তুতির অভাব বলে আলোচনা চলছে কদিন ধরেই। এমন অভিযোগ পুরোপুরি মানতে নারাজ অধিনায়ক শান্ত। তবে টেস্টে ভালো করতে একটি চাহিদার কথা জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমরা কোন সিরিজ খেলতে যাওয়ার আগে সেখানে যদি ‘এ’ দল পাঠাতে পারি তাহলে সবচেয়ে কার্যকরী হবে। যারা শুধু টেস্ট খেলছে বা যারা এক-দুটি সংস্করণ খেলে, ওরা যদি আগে গিয়ে এক-দুটি ম্যাচ খেলতে পারে, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে। ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারনা হবে। যারা তিন সংস্করণে খেলে তাদের জন্য কঠিন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর