সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বুমরাহকে ব্যবহার নিয়ে সমালোচনায় হার্দিকের অধিনায়কত্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

বুমরাহকে ব্যবহার নিয়ে সমালোচনায় হার্দিকের অধিনায়কত্ব

ম্যাচে হার বা জিত থাকেই। কোনও একটি দল জিতবে আবার কোনও একটি দল হারবে। এটাই খেলার নিয়ম। তবে কোনও দল হারলে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পরিকল্পনা। হেরে যাওয়া দলের অধিনায়ক কী পরিকল্পনায় খেলছেন সেই দিকে নজর পড়ে। পরপর দুই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের হার। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রশ্ন উঠেছে।

গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানবন্যার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে জাসপ্রিত বুমরাহকে বোলিংয়ে না আনার জন্য সমালোচিত হচ্ছেন তিনি। ম্যাচে হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান করে। মুম্বাইয়ের বোলারদের তীব্র সমালোচনা করা হলেও ব্যতিক্রম ছিলেন কেবল জাসপ্রিত বুমরাহ। চার ওভারে ৩৬ রান খরচ করেন তিনি।


বিজ্ঞাপন


ইএসপিএন ক্রিকইনফোকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি বলেন, ‘আপনার হাতে বুমরাহর মতো টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বের সেরা বোলার আছে। আপনি তাকে প্রথম দশ ওভারের মধ্যে মাত্র একটি করালেন। ১৩তম ওভারে তাকে দ্বিতীয়বারের মতো ডাকলেন। এটা বিশ্বাস করার মতো না।’

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে অন্তত সাধারণ মানের বলতেই হবে। হায়দরাবাদের ব্যাটসম্যানরা যখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল কেন বুমরাহকে বোলিংয়ে আনা হয়নি সেটা আমার বোধগম্য নয়।’

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ বলেছেন, ‘বুমরাহকে ১৩তম ওভারে বোলিংয়ে এনে ভুল করা হয়েছে। প্রতিপক্ষ দলের ব্যাটাররা যখন ওভাবে মারে তখন দলের সেরা বোলারদের আগেই আনতে হয়। আমি হলে ১৫-১৬ ওভারের মধ্যেই বুমরাহ'র বোলিংয়ের কোটা শেষ করে ফেলতাম।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর