সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘অনেক বড় নেতা হবে শান্ত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

‘অনেক বড় নেতা হবে শান্ত’

ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। ৩০ মার্চ চট্টগ্রামে সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সাকিব শেষ টেস্ট খেলেছিলেন গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ দিন পর আবারও টেস্টে ফিরছেন তিনি। মাঠে ফেরার আগে বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট জেতা উচিত।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’


বিজ্ঞাপন


এদিন টাইগার অলরাউন্ডার কথা বলেন তিন ফরম্যাটে অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে। তিনি বলেন, ‘খুবই প্রাথমিক পর্যায়ে, আমি নিশ্চিত বিসিবি ওকে (শান্ত)  বড় সময়ের কথা চিন্তা করে দিয়েছে। ওর (শান্ত) শুরুটা খুবই ভালো হয়েছে কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে আরো ভালো করতে সাহায্য করবে। সবার সমর্থন থাকলে আমার ধারণা ও অনেক ভালো একজন অধিনায়ক হবে।’

টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের লক্ষ্য নিয়ে বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর