শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

দলের পরিকল্পনা মিডিয়ায় বলবে না টিম ম্যানেজমেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২২, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

দলের পরিকল্পনা মিডিয়ায় বলবে না টিম ম্যানেজমেন্ট

ঘরের মাঠে সিরিজ মানেই ঘুরেফিরে সেই উইকেট প্রসঙ্গ। আর এবার প্রতিপক্ষও উপমহাদেশের। তাই স্পিনিং উইকেট বানিয়ে যে শ্রীলংকাকে ঘায়েল করা যাবে না তা জানা কথা। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় অশনি গড়ে দিতে পারে উইকেট ভাগ্য। তবে বিসিবি চায় খেলা হোক স্পোর্টিং উইকেটে। 

নির্বাচক প্যানেলের সদস্য রাজ্জাক বলেন, ‘এখানে স্পোর্টিং উইকেট হবে। দেখেন শ্রীলংকায় যেরকম কন্ডিশন, ওরা যা যা করতে পারে আমাদেরও ঠিক তাই। খুব বেশি একটা পরিবর্তন আসলে দেখা যাবে না। তবে আবহাওয়া এরকম থাকলে আসলে বলা মুশকিল। এরকম আবহাওয়ায় স্পোর্টিং উইকেট বানানোও কঠিন।’ 


বিজ্ঞাপন


তবে দলের পরিকল্পনার কথা বাইরে প্রকাশ করতে নারাজ এই সাবেক বাঁহাতি স্পিনার। দলের স্ট্রাটেজি জানতে চাইলে হেসে উঠে রাজ্জাক বলেন, ‘প্রতিপক্ষের জন্য আমাদের কন্ডিশনটা খুবই পরিচিত। আর দলের স্ট্র্যাটেজিতো আসলে বাইরে বলা যায় না, টিমেরটা টিমের মধ্যেই রাখতে হয়।’

এই সিরিজে বাংলাদেশ মিস করবে দুই নিয়মিত পারফর্মার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। তবে তাদের ছাড়া বাংলাদেশ পারবে না এমনটা মানতে নারাজ রাজ্জাক। ভাল করতে জোর দিলেন দলগত পারফরম্যান্সের ওপর।

রাজ্জাক বলেন, ‘আমি মনে করি আমাদের দল যথেষ্ট সামর্থ্য রাখে জেতার জন্য। কখনোই আমি বলব না যে ওদের (তাসকিন ও মিরাজ) কোন কিছু সম্ভব না। কারণ আমাদের দল যে রকম, দলগতভাবে সবাই ভাল করে তখন আমরা ম্যাচ জিতি। আপনি দেখবেন কখনোই একটা দুইটা প্লেয়ার আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আনে না।’

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর