দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। গত ১৯ জানুয়ারি শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের। ৭ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আবারও ফিরে এসেছে ঢাকায়। ৪৬ ম্যাচের আসরের ইতোমধ্যেই শেষ হয়ে গেছে গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ। বাকি আছে এখন প্লে অফের লড়াই।
যেখানে এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রংপুর। এরপর দুই নম্বরে আছে কুমিল্লা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিজ্ঞাপন
আগামী ২৬ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, পরাজিত দল আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিপক্ষে। এদিকে একই দিনে দ্বিতীয় ম্যাচে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে বরিশাল।
সেই ম্যাচের জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল নিয়ে ২৮ ফেব্রুয়ারি আয়োজিত হবে ২য় কোয়ালিফায়ার। এই ম্যাচে বিজয়ী দলই ১ মার্চ ফাইনালে ১ম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।
এদিকে প্লে অফের ম্যাচের জন্য আজ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কাউন্টারে, গেট নং-১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের পাশে পাওয়া যাবে টিকিট।
| টিকিট | মূল্য |
| গ্র্যান্ড স্ট্যান্ড | ২,৫০০ টাকা |
| ভিআইপি স্ট্যান্ড | ১৫০০ টাকা |
| ক্লাব হাউজ | ৮০০ টাকা |
| নর্থ/সাউথ স্ট্যান্ড | ৫০০ টাকা |
| ইস্টার্ন স্ট্যান্ড | ৩০০ টাকা |

