বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। প্রথম সাত ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়া সিলেট আজ খুলনাকে দিয়েছে টানা তৃতীয় হারের স্বাদ। একই সঙ্গে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছেন গতবারের রানার্স-আপেরা। এনামুল হক বিজয়ের দলের দেয়া ১৫৪ রানের লক্ষ্য সিলেট পেরিয়ে গেছে ৫ উইকেট আর ১ ওভার হাতে রেখেই।
খুলনার দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ১৩ রানেই নাহিদুল ইসলামের বলে এভিন লুইসের মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সামিত প্যাটেল। এরপর নাজমুল শান্ত হ্যারি টেক্টরের সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
১৬ বলে ২৪ রান করে শান্ত আজ ফিরেছেন মার্ক দেয়ালের বলে ক্যাচ তুলে দিয়ে। শান্ত ফেরার পর মাঠে নেমে শূন্য রানেই ফিরে যান জাকির হাসান। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। এরপর মাঠে নামেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
মিঠুনকে সঙ্গে নিয়ে এরপর স্কোরবোর্ড সচল রাখেন টেক্টর। দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। এরপর মিঠুনও ফিরেন দেয়ালের বলে স্ট্যাম্পিয়ংয়ের ফাঁদে পড়ে। দলীয় ১০৭ রানে মিঠুন ফেরার পর সিলেটকে জয়ের পথ দেখিয়েছেন টেক্টর এবং রায়ান বার্ল। ৫২ বলে ৬১ রান করে টেক্টর দলীয় ১৩৫ রানে আউট হলেও শেষদিকে ১৬ বলে ৩২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন বার্ল। ফলে ৫ উইকেট হাতে রেখেই দারুণ এক জয় তুলে নেয় সিলেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সূচনা ভালো করতে পারেনি খুলনাও। দলীয় ১৯ রানেই আউট হন ওপেনার এভিন লুইস। এরপর ১৬ বলে ২৪ রান করে আফিফ হোসেন আউট হওয়ার পর মাহমুদুল জয় আউট হন ১ রান করেই।
তবে অধিনায়ক বিজয়ের ৫৮ বলে ৬৭ এবং শেষদিকে হাবিবুর রহমান সোহানের ৩০ বলে ৪৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৫৩ রানের সংগ্রহ গড়ে খুলনা। এবারের আসরে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল বিজয়ের দল। তবে এরপর টানা তিন ম্যাচ হারল দলটি।

