বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাতার বিশ্বকাপ জয়ের 'ট্যাকটিক' ফিফাকে দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। আট বছর পর ১৯৮৬ সালে ম্যারাডোনার অতিমানবীয় জাদুতে শেষবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে বিশ্বকাপ পাওয়া দেশটির জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ২০১৪ সালে জয়ের বন্দরে গিয়েও পূরণ হয়নি। ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের। 

সেই স্বপ্ন ধরা দিয়েছে ২০২২ কাতার বিশবকাপে। দীর্ঘ তিন যুগ পর মেসির হাত ধরে বিশ্বজয় করে আর্জেন্টিনা। আর সেই রূপকথায় মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল কোচ লিওনেল স্কালোনি। তার কৌশলেই আসরের শুরুতেই সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ নিয়েই ঘরে ফেরে। এবার নিজের সেসব ট্যাকটিক্যাল নোট ফিফাকে দিলেন স্কালোনি।


বিজ্ঞাপন


বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং দুটি ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। দুই ম্যাচেই হারের শঙ্কায় পড়া আর্জেন্টিনা ম্যাচ জেতে পেনাল্টি শুটআউটে। সেই দুই ম্যাচের ট্যাকটিক্যাল নোটই ফিফাকে দিয়েছেন কোচ স্কালোনি। ফিফার মিউজিয়ামে এরইমধ্যে দর্শনার্থীদের জন্য সেসব নোট উন্মুক্ত করে দেয়া হয়েছে।

tacticos_scaloni_qatar_world_cup_

আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোচ স্কালোনি এটিকে বিশ্বকাপের সেরা দুই ম্যাচের স্মৃতি হিসেবে ধরে রাখতেই ফিফাকে দিয়েছেন। মিউজিয়ামে আগত দর্শকরা ফুটবল বিশ্বকাপের সেরা দুই ম্যাচে আর্জেন্টিনার কৌশল দেখতে পাবে, এমন ধারণা থেকেই নিজের কৌশল প্রকাশ করেছেন স্কালোনি। সম্প্রতি আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। 

এদিকে সম্প্রতি গুঞ্জন চড়া হয় রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ, প্রাথমিক আলাপ শুরু হয়ে গেছে। সব জল্পনা পরিষ্কার করে দেশটির স্থানীয় গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে। দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও আর্জেন্টিনার ডাগ আউটেই থেকে যাচ্ছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত তার অধীনেই দল থাকছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। 


বিজ্ঞাপন


চীনে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়ার সাথে বৈঠকের পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন স্কালোনি। তবে ফেডারেশন থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন