সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখালেন দরিভাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখালেন দরিভাল

ব্যর্থতার কারণে সম্প্রতি ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, সিবিএফ। গত জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর দিনিজের অধীনে সময়টা খুবই বাজে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচের মধ্যে হেরেছে তিনটিতেই। বর্তমানে ল্যাটিন আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ব্রাজিল। 

শূন্যস্থানে দরিভালকে বসিয়েছে ব্রাজিল ফুটবলের অভিভাবক সংস্থা। আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে সিবিএফ। এর আগে গত রোববারই ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দরিভাল। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে বসেছেন ৬১ বছর বয়সী এই কোচ। মূলত এটাকেই সুন্দর গল্পের শুরু মনে হচ্ছে সদ্য সাবেক সাও পাওলো কোচের কাছে। 


বিজ্ঞাপন


কোচ হবার পর দরিভাল বলেন, ‘এখন আমি বিশ্বের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ীদের প্রতিনিধিত্ব করছি। যারা বিশ্বের অন্যান্য দেশকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। আরও একবার (শিরোপা) জেতা আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের কঠিন সময় কাটছে। কিন্তু সেখান থেকে ফিরে আসাটা অসম্ভব নয়। আমাদের একটি নির্ভরযোগ্য জাতীয় দল নির্বাচন করতে হবে। যা আমাদের সকলকে বিশ্বাসযোগ্যতা দেয়। ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী। এটি নিজেকে নতুন করে জানছে। এটি যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মূলত তারা সেই সময়ের মধ্য দিয়ে যাওয়ার দল নয়। এটি একটি শিক্ষা হিসেবে নিন। যাতে আমরা সামনে এগিয়ে যাওয়ার নতুন একটি পথ খুঁজে পেতে পারি।’ 

কোচ হিসেবে দরিভালের অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। ফেরোভিয়েরিয়া দিয়ে ২০০২ সালে পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু করেন দরিভাল জুনিয়র। এরপর গত ২১ বছরে সান্তোস, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস, অ্যাটলেটিকো মিনেইরো, ক্রুজিরো, ভাস্কো দা গামাসহ আরও বেশকিছু ব্রাজিলিয়ান ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর