সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএল ‘বিতর্কমুক্ত’ চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

বিপিএল ‘বিতর্কমুক্ত’ চান নান্নু

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। তবে বিপিএল শুরু হলে কখনো উইকেট, আবার কখনো বিদেশি ক্রিকেটারের মান। আবার কখনো ব্রডকাস্টিং। 

বিপিএল সমালোচনার বিষয়ের যেন শেষ নেই। বিপিএলের প্রতি আসরেই নানা কারণে সমালোচনার শিকার হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দশম আসরে এসব নিয়ে সরব বিসিবি। যার জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিশ্বমানের সম্প্রচারে নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 


বিজ্ঞাপন


এবারের আসর উন্নতমানের সম্প্রচারের ফলে আকর্ষণীয় হয়ে উঠবে। মোট ৩৪ থেকে ৩৬টি অত্যাধুনিক ক্যামেরার মধ্যে ১৮টি থাকবে অপারেটর বা ক্রু’দের হাতে। বাকি ১৬টি থাকবে স্বয়ংক্রিয়। ভিডিও কোয়ালিটি থাকবে ন্যূনতম ৪কে রেজ্যুলেশন। থাকছে জুম লেন্স যাতে থাকবে ১২গুণ বা ২৪ এমনকি ৯০ গুণও।

এবারের বিপিএলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের জন্য নতুন শর্ত আনছে বিসিবি। বিশ্বমানের সম্প্রচার নিশ্চিত করার জন্য শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের থাকতে হবে আইপিএল, বিগব্যাশের মতো টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টের অভিজ্ঞতা। সম্প্রচারে ব্যবহার হবে ৩৪ থেকে ৩৬টি আধুনিক ক্যামেরা। সেজন্যই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর প্রত্যাশা এবার বিপিএলে কোনো ধরণের বিতর্ক হবে না

তিনি বলেন, ‘আশা তো করছি। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’

অপরদিকে ক্রিকেটারদের দায়িত্বটা মনে করিয়ে দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা এবং পারফরম্যান্সটা ধরে রাখা। যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে। এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব না। প্লেয়াররা যখনই মাঠে যাবে তখনই তাঁদের সেরাটা দিয়ে খেলতে হবে, এটাই হচ্ছে তাঁদের দায়িত্ব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর