দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারী পর্দা ওঠবে ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগের দশম আসরের। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে।
গত দুই দিনের মত আজও মিরপুরে অনুশীলন করছিলেন তামিম। সেখানেই আঙুলে চোট পেয়েছেন তামিম। পরে জানা যায়, চোট গুরুতর নয়; তামিম শঙ্কা মুক্ত। এদিকে ইনজুরি এবং বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর দীর্ঘ ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। অপরদিকে বরিশাল দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টির বড় বড় তারকা ক্রিকেটারদের। এ ছাড়াও দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিনজনই রয়েছে তাদের দলে।
বিজ্ঞাপন
তবে কার কাঁধে উঠবে বরিশালের অধিনায়কের দায়িত্ব, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। গুঞ্জন রয়েছে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়।
বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে কথা বলেন ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। এ সময় দলের অধিনায়ককে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিনায়ক কে হবে আমি বলতে পারব না। এটা ম্যানেজমেন্টের বিষয়। সময় হলে অবশ্যই জানতে পারবেন।’
‘প্রত্যেক দলেরই কিছু গোপনীয়তা আছে। এটা তো পুরোপুরি দলের মালিক আছেন, ম্যানেজমেন্ট আছেন তারা অফিসিয়ালি ঘোষণার জন্য বসে আছেন। বেসিক্যালি সবাই জানি অধিনায়ক কে থাকবেন।’
তামিমের ইনজুরি নিয়ে বাবুল বলেন, তামিমের ইনজুরি খুব একটা গুরুতর নয়। অনুশীলনের সময় একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। আঙুল ঠিক আছে। অতিরিক্ত কোনোকিছু যাতে না হয় সেই জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছিল। তবে আজ পুরোপুরি ব্যাট করেছে।

