সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজনীতিতে টেস্ট ম্যাচ খেলতে চান সাকিব: শপথ নিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে টেস্ট ম্যাচ খেলতে চান সাকিব: শপথ নিয়ে

বাইশ গজে অনেক আগেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসন। এবার রাজনীতির মাঠেও নেমেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়ে  করেছেন বাজিমাত। ভোটে বিপুল ব্যবধানে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার। 

সাকিব আল হাসান যে শুধু মাঠেই নয়, সবদিক থেকেই একজন পাক্কা অলরাউন্ডার। নির্বাচনী প্রচারণায় টানা ব্যস্ত সময় পার করেছেন। এর ফলস্বরূপ নির্বাচনে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি। নির্বাচনের পরদিনেই নিজের আসল পরিচয় সেই ক্রিকেটে ফিরে আসেন সাকিব। আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলনের জন্য গত ৮ জানুয়ারি মিরপুরে হাজির হন। 


বিজ্ঞাপন


এবার নির্বাচনের দুই দিন পর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সাকিব। এরপর জানালেন, নিজের প্রতি আস্থার প্রতিদান দিতে চান তিনি। গণমাধ্যমকে সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেলে সেভাবেই সবকিছু করতে চাই। মানুষ আমাকে ভালোবেসেছে। সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্য দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচ মনে করে খেলতে হবে। এজন্য আমি প্রস্তুত আছি।’

‘আমাদের প্রধানমন্ত্রী রাজনীতির মাঠে এক নম্বর। কেউ তার জায়গা নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর