রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন মানে
ছবি: টুইটার

আফ্রিকার ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন সাদিও মানে। সেনেগালের তারকা ফুটবলার মানে কয়েকদিন আগেই প্রশংসা কুড়িয়েছিলেন নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে। এবার খবরের শিরোনাম হলেন আরও একবার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে শৈশবের প্রেমিকাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই আল নাসের ফরোয়ার্ড।   

সেনেগালের ডাকার শহরে বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসব্রিফ। বিয়েতে দুই পরিবারের স্বজন ও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন। আল নাসেরর এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি। অনেকটা গোপনে বিয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকটি ছবি।


বিজ্ঞাপন


জানা গেছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। পালস স্পোর্টসের তথ্য মতে, স্কুলে থাকার সময় থেকেই আইশার সকল প্রয়োজন ও খরচ মিটিয়ে আসছেন মানে। এতোদিন গণমাধ্যম থেকে নিজের ব্যক্তিগত জীবন বেশ ভালোভাবেই দূরে রেখেছিলেন তিনি। তবে জানা গেছে বিনয়ী স্বভাবের আইশা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। কাসামাঙ্কা নিবাসী আইশার বাবা একজন স্থপতি।

সাদিও মানে ক্লাব জগতে লিভারপুল অধ্যায় শেষে এখন মাঠ মাতাচ্ছেন সৌদি প্রো লিগে। সেখানে আল নাসর ক্লাবে তার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। সেনেগালে ফুটবলারের চাইতেও জনদরদী হিসেবে বেশি জনপ্রিয় দুইবার আফ্রিকার সেরা ফুটবলার হওয়া মানে। উপার্জিত অর্থের বড় অংশ তিনি নিজের এলাকার উন্নয়নের পেছনে ব্যয় করেন। বাম্বালিতে একটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করেছেন মাত্র। এছাড়া এর আগে সাদিও মানে নিজ গ্রামে একটি হাসপাতাল তৈরি করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর