শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

আইসিসির বিরুদ্ধে লড়বেন খাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

আইসিসির বিরুদ্ধে লড়বেন খাজা

ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয়া অস্ট্রেলিয়া এবার সাদা পোশাকের লড়াইয়ে নেমেছে। ঘরের মাঠে পাকিস্তানকে আতিথেয়তা দিচ্ছে অজিরা। এদিকে সিরিজের প্রথম টেস্ট থেকেই আলোচনায় অজি ওপেনার উসমান খাজা। পার্থে ফিলিস্তিনিদের সমর্থনে একটি উদ্যোগ নিয়েছিলেন তিনি, আর তাতেই এবার শাস্তির মুখে পড়েছেন তিনি। পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরার কারণে এই বাঁহাতি ব্যাটারকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। 

তবে অভিযোগ মেনে নিতে নারাজ অজি ওপেনার। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে শুক্রবার এমসিজিতে সংবাদ সম্মেলনে আইসিসির অভিযোগকে চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছেন খাজা। তার দাবি, ব্যক্তিগত শোকের কারণে কালো আর্মব্যান্ড পরেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, এমসিজি টেস্টে আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকবেন তিনি।


বিজ্ঞাপন


আইসিসির সিদ্ধান্ত নিয়ে খাজা বলেন, ‘আমি সব নিয়মই মেনেছি আর অতীতেও এমন ঘটনা আছে ব্যাটে কেউ স্টিকার লাগিয়েছে, জুতায় নাম লিখেছে। অতীতে এমনটা করা হয়েছে আইসিসির অনুমতি ছাড়াই এবং ভর্ৎসনাও শুনতে হয়নি কাউকে। আমি আইসিসিকে সম্মান জানাই, তাদের যা নিয়ম আছে, সেগুলোকেও। আমি তাদের চ্যালেঞ্জ করে বলব, তারা যেন এটি সবার জন্য ন্যায্য এবং ন্যায়সঙ্গত করে তোলে এবং তারা যেভাবে দায়িত্ব পালন করে তাতে যেন সামঞ্জস্য থাকে। সেই সামঞ্জস্যতা এখনো পূরণ হয়নি। এ ব্যাপারে আমি খুব খোলামেলা ও সৎ ছিলাম। আমি আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’

এদিকে আইসিসির নিয়মের প্রতি সম্মান জানিয়ে হকলি বলেছেন, খাজা নিজের অনুভূতি কীভাবে ব্যক্ত করতে পারেন, সে ব্যাপারে একটি উপায় বের করতে চান তাঁরা, ‘এটি এখন আইসিসির বিবেচনা। আরও দূরে গড়ানোর আগে কী ফল আসে, সেটি দেখতে অপেক্ষা করব আমরা।’

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, খাজা কালো আর্মব্যান্ড পরার ক্ষেত্রে আইসিসির অনুমতি নেননি। সেটিকেই প্লেয়িং কন্ডিশন ভঙ্গ বলে জানিয়েছে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে।  এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে।’ 

আইসিসির এই নিয়ম ভঙ্গের কারণে ন্যূনতম শাস্তি ভর্ৎসনা। এছাড়াও ধারণা করা হচ্ছে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হবে খাজাকে। তবে এই শাস্তির কারণে বক্সিং ডে টেস্ট খেলতে কোন বাধা নেই খাজার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর