আজ থেকে ঠিক এক বছর আগের দিনটার কথা কোনোদিন লিওনেল মেসির পক্ষে ভোলা সম্ভব না। কারণ স্বপ্নময় ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা ধরা দিয়েছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপের ফাইনালে সেদিন ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার হয়ে সোনালি ট্রফি জেতার স্বাদ পান মেসি। সেই স্বপ্নপূরণের রাতকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন লা পুলগা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে মেসি লেখেন, ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির ১ বছর... অবিস্মরণীয় স্মৃতি যা সারা জীবন থাকবে। সবাইকে শুভ বার্ষিকী!!!
বিজ্ঞাপন
এদিকে বিশ্বকাপ জেতার পর গত এক বছরে কত ঘটনাই তো ঘটেছে মেসির সঙ্গে। পিএসজি সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। যদিও সেটা আর হয়নি। ভক্তদের হতাশ করে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন এলএমটেন।
যোগ দিয়ে ইন্টার মিয়ামিকে লিগ কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। এটা ক্লাবটির ইতিহাসের প্রথম কোনো শিরোপা। আরেকটু হলে তো মেসির হাত ধরে দ্বিতীয় শিরোপাও জিতে যেত ফ্লোরিডার ক্লাবটি। কিন্তু ফাইনালে হেরে ইউএস ওপেন কাচে রানার্সআপ হয় ইন্টার মিয়ামি।
বিশ্বজয়ের পর মেসি জিতেছেন একের পর এক পুরস্কার। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি অর জেতেন আর্জেন্টাইন তারকা। ফিফা দ্য বেস্ট, লরিয়াস পুরস্কারও তিনি জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে পূর্ণ করেছেন গোলের সেঞ্চুরি। ক্লাব ফুটবলে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে জিতেছেন ফরাসি লিগ ওয়ান ও ইন্টার মায়ামির জার্সিতে জিতেছেন লিগস কাপ।
বিজ্ঞাপন
বিশ্বজয়ের পর একই সঙ্গে আর্জেন্টিনাও রয়েছে দারুণ ছন্দে। সৌদি আরবের কাছে হারার পর টানা ৬ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা হয়েছে। এরপর টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পর ম্যাচ হেরেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের পর আর্জেন্টিনা কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও হারিয়েছে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা।