বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

এক আকাশ চাপ মাথায় নিয়ে মেসির বিশ্বজয়

মাহবুব নাহিদ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আকাশটা ভেঙে পড়েছিল মাথায়। পৃথিবীতে কত বোঝা বইতে হয় কিন্তু পুরো আকাশটার বোঝা বয়ে বেড়ানো কতটা কঠিন!

পুরোটা পাহাড় যেন ধারণ করেছিল মাথার উপরে। এত চাপ, এত ভার! তবুও হাল ছাড়েননি। এত বিশাল তার দেহ! এত তার শক্তি তবুও সে আবেগে জর্জরিত হয়, ভালোবাসায় মাখামাখি হয়ে যায় তার হৃদয়, কষ্টে দুঃখে কান্নায় ভিজে যায় তার চোখ। ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়েও বৃষ্টির ফোটা চুয়ে চুয়ে তার শরীর থেকে নিয়ে যায় কতকিছু। 


বিজ্ঞাপন


এতটা প্রবল তার শক্তি তবুও তারই বুক চিড়ে বয়ে যায় কান্নার ঝর্ণাধারা! এতটা উচ্চতা তার তবুও তাকে ধরা যায়, ছোঁয়া যায় অনুভব করা যায়, ভালোবাসা যায়, জড়িয়ে ধরে কাঁদা যায়! 

messi2

এত তার সবলতা তবু সে ক্লান্ত হয়, মূর্ছা যায়, থমকে দাঁড়ায়! সে দাঁড়ালে দাঁড়িয়ে পুরো বিশ্ব! থমকে যায় পুরো পৃথিবী! সে হাসলে হেসে ওঠে সবাই!

হতাশার গ্লানি বইতে বইতে একদিন সব ছেড়েছুড়ে চলে যেতে মন চায় কোনো এক অজানায়! যেখানে থাকবে কোনো প্রাপ্তি-অপ্রাপ্তির যোগ বিয়োগ! যেখানে থাকবে না কোনো হিসাব নিকাশের খেলা! যেখানে থাকবে শুধুই শান্তি প্রশান্তি আর প্রাণখুলে নিঃশ্বাস নেওয়ার প্রহর। 


বিজ্ঞাপন


কিন্তু চাইলেও কি আর সেই দিন পাওয়া যায়! সবাই তো আর শুধু নিজের প্রয়োজনে তৈরি হয় না। সবাই শুধু নিজের জন্য লড়বে লড়াই, নিজের জন্য গড়বে প্রাসাদ এমনটা নয়। কারো কারো উপরে হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসার ভার তুলে দেওয়া হয়! হয়তো সেই ভারে নুয়ে যায়, চলতে কষ্ট হয়, ঘাম ঝড়ে, চোখে জল আসে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। তবুও তাকে পথ চলতে হয়। একা নয়, সবাইকে নিয়েই পথ চলতে হয়!

messi3

আবারও পরাজয়ের গ্লানি নিয়েই ফিরতে হলো লিওনেল মেসিকে! শত আশা, হাজারো ভালোবাসা, লাখো আবেগ, কোটি কোটি স্বপ্ন! সকল কিছুই মিথ্যে আজ! তবুও তো তাকেই যে নায়কের জায়গায় বসিয়েছে যারা! ছুড়ে ফেলে দেওয়া তো সম্ভব নয়! তাই নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখতে হয়!

সকলের ভালোবাসা, চাওয়া পাওয়ার হিসাব নিকাশ! প্রাপ্তি অপ্রাপ্তির লেনাদেনা মিটিয়ে দিলেন লিওনেল মেসি! একটা ছবিই ভুলিয়ে দিয়েছে পিছনের সকল দুঃখগাথা কালোরাত! ভুলিয়ে দিয়েছ সকল চোখের পানি! তবে চোখে তাদের আজও অশ্রুধারা বয়ে যাচ্ছে! যে অশ্রু আর বেদনার নয়, এ অশ্রু হৃদয় চিঁড়ে রক্ত হয়ে ঝরছে না, এ অশ্রু যেন ভালোবাসার ফুটন্ত গোলাপ!

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর