সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে আনচেলত্তির প্রতি কৃতজ্ঞ বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পিএম

শেয়ার করুন:

যে কারণে আনচেলত্তির প্রতি কৃতজ্ঞ বেলিংহ্যাম

বুন্দেস লিগার ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুড বেলিংহাম। স্প্যানিশ ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই জাত চিনিয়েছেন ইংলিশ এই তারকা মিডফিল্ডার। একই সাথে নিজেকে প্রমাণ করেছেন স্প্যানিশ জায়ান্টদের অপরিহার্য একজন ফুটবলার হিসেবে। এদিকে দুর্দান্ত এক মৌসুমের মাঝপথেই কোচ আনচেলত্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি তিনি।

মাদ্রিদের হয়ে সব প্রতি্যোগীতা মিলিয়ে ইতিমধ্যেই ১৫টি গোল করেছেন বেলিংহাম। এছাড়া ৪টি গোল করতে সতীর্থদের সহায়তাও করেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন খুব ভালোভাবে।


বিজ্ঞাপন


 মিডফিল্ডার হলেও রিয়ালে যোগ দেয়ার পর আক্রমণের দায়িত্বটাও সমানতালে সামলিয়েছেন বেলিংহাম। বেশ কয়েকটি ম্যাচে দলের জয়সূচক গোলটি এসেছে তারই পা থেকে। এদিকে রিয়ালের হয়ে প্রথম মৌসুম চলমান থাকতেই ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারও জিতেছেন তিনি।

বেলিংহামের এমন দুর্দান্ত ফর্মের পেছনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বেশ অবদান আছে বলেই জানিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আনচেলত্তিই তাকে খেলানোর সঠিক পজিশনটা বের করেছেন।

বেলিংহাম বলেন, ‘আমি কাজের মাধ্যমে উন্নতি করার জন্য আমার প্রচেষ্টা এবং নিবেদনে সর্বোচ্চটা দেই, তবে কৃতিত্ব (কার্লো) আনচেলত্তির, যিনি আমার জন্য সঠিক পজিশন খুঁজে পেয়েছেন এবং আমাকে মাঠে আরও স্বাধীনতা দিয়েছেন।’


বিজ্ঞাপন


এদিকে পারফর্ম্যান্স দিয়ে আনচেলত্তির মন জয় করতে পারলেও একটি দিক থেকে কোচকে তিনি হতাশ করেছেন বলেও জানিয়েছেন। বেলিংহাম বলেন, ‘আমি জানি যে একটি দিক থেকে তাকে হতাশ করছি... আমি এখনও স্প্যানিশ বলতে পারি না। দুঃখিত, কিন্তু আমি এই ভাষা নিয়ে অপ্রত্যাশিত সমস্যায় পড়ে আছি। আমি স্বীকার করছি, এটা আমার জন্য কঠিন। যাই হোক না কেন, আমি সর্বোচ্চ নিবেদন দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর