সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিউইদের হারিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

কিউইদের হারিয়ে টেবিললের দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বছর দুয়েক আগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষকে এবার ঘরের মাঠে ডেকে এনে হারিয়ে দিল তারা। মাউন্ট মঙ্গানুইয়ের মতো সিলেটেও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি কিউইরা। হেরে গেছে ১৫০ রানের বড় ব্যবধানে। এদিকে এই জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 

২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে পাকিস্তান। যেখানে দ্বিতীয় থাকা বাংলাদেশের পয়েন্ট ১২। আর এ দুই দল এখন পর্যন্ত শতভাগ পয়েন্ট রয়েছে।  টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের এ পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে ম্যান ইন গ্রিনরা যার দুইটিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে একটিতেই জয় তুলে নিয়েছেন। যেখানে পয়েন্ট টেবিল অবশ্য সাজানো হয় পয়েন্ট অর্জনের শতকরা হিসেবে। সেখানে শান্তদের ও বাবরদের নামের পাশেই জ্বলজ্বল করছে শতভাগ।


বিজ্ঞাপন


এই টেবিলে আসর শুরু করা বাকি সব দলই বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলেছে, যারা পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে। দুইবারের ফাইনালিস্ট ভারত তৃতীয়, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম স্থানে অবস্থান করছে। এছাড়া ইংল্যান্ড ৬ষ্ঠ ও শ্রীলঙ্কা আছে ৭ম স্থানে। এখন পর্যন্ত পয়েন্টশূন্য নিউজিল্যান্ড ৮ম স্থানে রয়েছে আর ৯ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এখনও তৃতীয় চক্র শুরু করেনি।

এদিকে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এ নিয়ে ৭ম টেস্ট খেলল বাংলাদেশ। যেখানে ৩ হার ও ৩ ড্রয়ের পর নিউজিল্যান্ডদের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর তাতে দারুণ অবদান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। কিউইদের দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিলেন তিনি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নিলেন তাইজুল। ২০১৮ সালে টেস্টে প্রথমবারের মতো তাইজুল ১০ উইকেট নিয়েছিলেন এই সিলেটেই! 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর