সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বে ওভালের স্মৃতি ফেরানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট দরকার টাইগারদের

গত বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তরুণ এক দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা। সেই স্মৃতিই যেন আবার ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপ ব্যর্থতার পর সিলেটে কিউইদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত এক জয়ের সুবাতাস বইছে টাইগার শিবিরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য দাঁড়ায় ৩৩২ রানের লক্ষ্য। তবে এ লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা।

টাইগার বোলারদের তোপে চা বিরতিতে যাওয়ার আগেই তিন উইকেট হারায় কিউইরা। এরপর শেষ সেশনে হারিয়েছে আরও চার উইকেট। তবে দাপুটে বোলিংয়ের পরও বাকি ৩ উইকেট তুলে নিতে পারেনি তাইজুল-মিরাজরা। ঘরের মাটিতে মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফেরাতে আগামীকাল শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ৩ উইকেট যেখানে জিততে হলে টিম সাউদির দলকে করতে হবে আরও ২১৯ রান। 


বিজ্ঞাপন


টাইগারদের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই ভাঙে ওপেনিং জুটি। শরিফুলের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেট রক্ষক নুরুল ইসলামের গ্লাভসবন্দী হন টম ল্যাথাম। এরপর ক্রিজে ডেভন কনওয়ের সঙ্গী হন কেইন উইলিয়ামসন। 

372089

তবে আগের ইনিংসে দুর্দান্ত এক শতক হাঁকানো উইলিয়ামসনও আজ দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। দলীয় ১৯ রানে তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ১১ রান। এদিকে দ্রুত গুরত্বপূর্ণ দুইটি উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে কিউইরা। 

চাপে পড়া কিউইদের উপর আবারো আঘাত হানেন মেহেদী মিরাজ। টাইগার অলরাউন্ডারের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। ফলে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। 


বিজ্ঞাপন


তিন উইকেটে ৩৭ রান নিয়ে চা বিরতি থেকে ফেরার পর শেষ সেশনের শুরুতেই আরও দুই উইকেট হারিয়েছে কিউইরা। বিরতি থেকে ফেরার পর ৭৬ বলে ২২ রান করা ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। এরপর টম ব্লান্ডেলও ফিরেছেন তার শিকার হয়েই। এরপর গ্লেন ফিলিপ্সকেও দ্রুতই ফিরিয়েছেন নাইম হোসেন। 

372086

এরপর লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে নিজের চতুর্থ শিকার হিসেবে কাইল জেমিসনের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ফলে টাইগার শিবিরে বইতে শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট জয়ের সুবাতাস। তবে টাইগাররা শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীদের বাকি তিন উইকেট তুলে নিতে না পারার আক্ষেপ নিয়েই। 

১১৩ রানে ৭ উইকেট হারানো কিউইদের হয়ে আজ অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছেন ডেরিল মিচেল এবং ইশ সোধি। মিচেল ৮৬ বলে ৪৪ এবং সোধি অপরাজিত আছেন ২৪ বলে ৭ রান করে। আগামীকাল জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩ উইকেট। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর