বিশ্বকাপের পর আবারো মাঠে নেমেছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ঘরের মাটিতে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ শেষে কিউইদের আতিথ্য নিতে উড়াল দিবে টাইগাররা। যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল–সবুজ জার্সিধারীরা। সেই দুই সিরিজকে সামনে রেখে কাল (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ফের দলে চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকারকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাকে ফেরানোর ব্যাখ্যা দেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সংবাদ সম্মেলনে বাশার বলেন,‘কিছু পরিবর্তন বাধ্য হয়ে করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না, আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কমে গেছে। নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সব সময়ই একটু কঠিন হয়। সেখানে আমরা সাধারণত অনেক স্ট্রাগল করি। এখন নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নিই, যে এই কন্ডিশনে আগে খেলেছে।’
বিজ্ঞাপন
হাবিবুল বাশার আরও যোগ করেন, ‘পাশাপাশি ওর একটু অলরাউন্ড সামর্থ্যও আছে। এই ভাবনা থেকে তাঁকে নেওয়া হয়েছে। আর এবার প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো পারফর্ম যে করেছে, তা নয়। তবে ৪৮ গড় খুব খারাপ নয়, যদিও ওর কাছ থেকে আরও বেশি কিছু আশা থাকে। চিন্তা করা হয়েছে যে যেহেতু এই কন্ডিশনে আগে খেলেছে ও পারফর্ম করেছে, অলরাউন্ড সামর্থ্যও আছে, সব মিলিয়ে নেওয়া হয়েছে।’
সৌম্যের ফর্মের প্রসঙ্গে হাবিবুল বলেন, ‘যদি কেউ পারফর্ম করে, তাহলে তাকে কিন্তু দলে নেওয়া হয়। তবে আমরা যখন দল করি, কিছু ব্যাপার বিবেচনায় আনি অবশ্যই। শুধু পারফরম্যান্স নয়, পারিপার্শ্বিকতা দেখতে হয় আমাদের। অতীত ও ভবিষ্যৎ ভাবতে হয়। সে ক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ ক্রিকেটার, তারা মোটামুটি পারফর্ম করলে অন্যদের সুযোগ বেশি থাকে। কারণ, আমাদের কাছে মনে হয়, একদম নতুন কাউকে নেওয়ার চেয়ে… সৌম্য একদমই খারাপ ফর্মে নেই। এবার প্রথম শ্রেণিতে ভালোই ব্যাটিং করেছে।’
সৌম্যকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা নিয়ে বাশার বলেন, ‘আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ হওয়া উচিত নয়। দল যখন হয়, সবার ইনপুট নিয়েই করা হয়। সবাই যখন একমত হন, তখনই দলটা গড়া হয়। আমাদেরও কিছু পছন্দ থাকে, কোচেরও থাকে। এমন নয় যে একজন ক্রিকেটার শুধু একজনের পছন্দেই দলে আসে।’
এদিকে কাল নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের ফেরার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে বলেন,‘নিউজিল্যান্ডে সৌম্যের রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’

