সিলেট টেস্টে প্রথম দুইদিন নিউজিল্যান্ডকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের সকালে বদলে যায় দৃশ্যপট ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশের লিড পাওয়ার কথা সেখানে উল্টো ৭ রানের লিড পায় কিউইরা। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে দলীয় ২১২ রানে চালকের আসনে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। যেখানে ২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে দুই অপরাজিত ব্যাটার শান্ত ও মুশফিকুর রহিম। তবে চলমান সিলেট টেস্টের তৃতীয় দিনে আইন ভেঙে বলে লালা ব্যবহার করেছে নিউজল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপস। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক।
গত বছর হালনাগাদকৃত ক্রিকেটীয় আইনের ৪৩.১ ধারায় লেখা আছে ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে হানা দেওয়ার পর সুরক্ষার স্বার্থে এই আইন করেছিল আইসিসি। যেখানে আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারে। এছাড়া আম্পায়ার বল পাল্টে ফেলতে পারে। আজ দুটির কোনোটিই হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে আইসিসির বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো লিখেছে, ‘মাঠের ভেতরের ঘটনাগুলো সামলানো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করে এবং আমরা এসব ব্যাপারে বিবৃতি দিই না।'
আন্তর্জাতিক ক্রিকেটে লালা ব্যবহারের শেষ ঘটনাটি ছিল গত বছরের নভেম্বরে। সংযুক্ত আরব আমিরাতের আলিশান শরাফু বলে লালা মাখিয়েছিলেন। ওই ঘটনার শাস্তি হিসেবে নেপালের দলীয় সংগ্রহে অতিরিক্ত ৫ রান যোগ হয়েছিল।

