সাত রানের লিড নিয়ে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর আজ দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটিতে আজ বড় রানের দেখা পায়নি টাইগাররা। দলীয় ২৬ রানেই দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। এ দুজনের ব্যাটে অবশ্য ইতিমধ্যেই টাইগারদের লিড ছাড়িয়ে গেছে শত রান। দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১১১ রান, কিউইদের চেয়ে এগিয়ে আছে ১০৪ রানে।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে আজও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওপেনার জাকির হাসান। প্রথম ইনিংসের মত এবারও আউট হয়েছেন এজাজ পাটেলের বলেই। দলীয় ২৩ রানেই উদ্বোধনী জুটি ভাঙার পর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিরেছেন দ্রুতই। প্রথম ইনিংসে তিনিই ছিলেন টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক। আজও ভালো কিছুর আভাসই দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে শান্তর সঙ্গে জুটিতে দুর্ভাগ্যজনক এক রান আউটের শিকার হয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৪৬ বলে ৮ রান। এদিকে দু ওপেনারের বিদায়ের পর নতুন করে ইনিংস গড়ার কাজটা ভালোভাবেই সেরেছেন অধিনায়ক শান্ত এবং মমিনুল হক।
এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছেন পঞ্চাশোর্ধ রানের জুটি। এতে করেই ইতিমধ্যে টাইগারদের লিড ছাড়িয়ে গেছে শত রান। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ পায় ১১১ রানের সংগ্রহ, ফলে কিউইদের চেয়ে এগিয়ে যায় ১০৪ রানে। অধিনায়ক শান্ত ৪৮ এবং মমিনুল অপরাজিত আছেন ৩৮ রানে।

