বিশ্বকাপ শেষ না হতেই ঘরের মাটিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে ভারত। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে বড় দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচে নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে থাকা ভারতকে একাই স্তব্ধ করে দিয়ে রেকর্ড শতক হাঁকিয়ে অজিদের সিরিজে প্রথম জয় এনে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্বাগতিকদের দেওয়া ২২৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েলের ঝড়ো শতকের উপর ভর করে অবিশ্বাস্য ভাবে শেষ ওভারে ২১ রান তুলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে টানা দুই ম্যাচ হারের পরও পুরো সিরিজে আশা বাঁচিয়ে রাখল অজিরা।
এদিকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচের দুটিতেই হারা অস্ট্রেলিয়া নিজেদের টি-টোয়েন্টি স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনে তৃতীয় ম্যাচে মাঠে নামে। সিরিজের মাঝপথে দলের ছয় জন বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে দেশে ফেরত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
এমন খবরের দিনে গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের দেওয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা পায় অজিরা। ব্যাটিং পাওয়ার প্লেতেই ৬৭ রান তুলে দুই ওপেনার। ট্রাভিস হেড পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে গেলে খানিকটা চাপে পড়ে সফরকারীরা।
সপ্তম ওভারে রবি বিষ্ণুইয়ের বলে জস ইংলিস ফিরে গেলে দলীয় ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে অজিরা ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায়। চতুর্থ উইকেট জুটিতে মারকাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩তম ওভারে স্টয়নিস ফিরে গেলেও একাই লড়ে যান অজি অলরাউন্ডার। তাঁর অনবদ্য ইনিংসে ম্যাচে ফিরে অজিরা।
তবে শেষ দিকে জয়ের জন্য দুই ওভারে ৪৩ রানের প্রয়োজন হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের থেকে ধরে ক্রীড়া বিশ্লেষক সকলেই ধরে নিয়েছিলেন এই ম্যাচ অজিদের হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়ে শেষ বলে দলের জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। অজিদের ৫ উইকেটের জয়ের দিনে ৪৮ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাচ সেরা এই অলরাউন্ডার।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে ভারত। ব্যাটিং পয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ররানের চাকা সচল রাখেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
তবে ১১তম ওভারে দলীয় ৮১ রানে যাদব ফিরে গেলে আবারো চাপে পড়ে ভারত। কিন্তু সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড গড়েন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তীলক বার্মাকে সঙ্গে নিয়ে ১৪১ রানের অপরাজিত জুটি গড়ে ভারতকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ এনে দেন রুতুরাজ। এই ডানহাতি ওপেনার ৫৭ বলে ১২৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। তবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী শতকে এই ভারতীয় তারকার শতক ম্লান হয়ে যায়।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর।

