বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর যৌথভাবে বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের এই বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ১২টি দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করলেও বাকি রয়েছে আরো দুইটি জায়গা। যার জন্য নামিবিয়ায় আয়োজিত আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে লড়ছে সাতটি দল। যেখানে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচ জিতে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। আজ তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৯তম দল হিসেবে জায়গা নিশ্চিত করল ডেভিড ভিসারা।  

আজকের ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। এমন সমীকরণের দিনে আগে ব্যাট করতে নেমে তানজানিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে নামিবিয়া। 


বিজ্ঞাপন


জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান স্কোর বোর্ডে তুলে তানজানিয়া।ফলে ৫৮ রানের জয়ে বাছাই পর্বে টানা পঞ্চম জয় পেয়ে যায় নামিবিয়া। আর তাতেই নিশ্চিত হয়েছে দলটির ২০২৪ বিশ্বকাপে খেলা। 

নামিবিয়া কোয়ালিফাই করলেও শঙ্কায় পড়েছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচে  দুই হারে  ৪ পয়েন্ট নিয়ে চার নাম্বারে অবস্থান জিম্বাবুয়ে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উগান্ডা ও কেনিয়া। এমন সমীকরণে বাকি দুই ম্যাচে জয়ের সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে সিকান্দার রাজাদের।  

.

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর