বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শান্তর আউটকে ‘হতাশাজনক’ বললেন জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

শান্তর আউটকে ‘হতাশাজনক’ বললেন জয়

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামে বাংলাদেশ। সিলেটে কিউইদের বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুতেই দুই ওপেনার মিলে ভালো শুরুই এনে দিয়েছিলেন। প্রথম দুই সেশনে দাপটের সঙ্গে খেললেও তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। উইকেটে থিতু হয়েও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮৬ রানে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। শেষ বিকেলে কিউই স্পিনারদের ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দিয়ে ১ উইকেট হাতে রেখে ৩১০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।  

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের দেখেশুনে খেলছিলেন দুই ব্যাটার। ওপেনার জাকির হাসান ভালো শুরুর পর ফিরে গেলে ক্রিজে নামেন নয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেমেই ইংলিশদের মতো বাজবল মেজাজে খেলতে থাকেন শান্ত। তাঁর করা ৩৭ রানের মাঝে ২৬ রানই ছিল বাউন্ডারিতে যেখানে ছিল তিনটি ছয়ের মার। তবে শান্ত আউটের ধরণ দেখে অবাক হয়েছেন টাইগারদের প্রথম দিনের ব্যাট হাতে সর্বোচ্চ রান করা ওপেনার মাহমুদুল হাসান জয়।    


বিজ্ঞাপন


দিনশেষে সংবাদ সম্মেলনে জয় বলেন, ‘একটু তো হতাশাজনক। আউট তো হয়ই, কিন্তু ফুলটস বলে হয়ে গেছে, এটা তো আর সবদিন হবে না। আমি একটু অবাক হইছি যে ফুলটস বলে। এর আগে অনেকগুলো ভালো শট খেলেছিল, তো...। ’

‘শান্ত ভাই তো নরমালি এমনই ব্যাটিং করে। উনি উনার পরিকল্পনায় ছিল উনি যেমন ন্যাচারাল ব্যাটিং করে, সেটাই করেছে। একটু তো হতাশা থাকবেই। একটা ব্যাটার কিন্তু সবসময় সেট হওয়ার সুযোগ পায় না। যখন পায়, তখন ৩০-৪০ রান করে আউট হলে হতাশারই। ’

গ্লেন ফিলিপসকে নিয়ে কী পরিকল্পনা ছিল বাংলাদেশের? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘না, দেখেন ও অকশেনাল বোলার ছিল। আমরা যদি ওকে চার্জ না করি, তাহলে হয়তো দেখা গেল ও যদি ভালো বল করে, মেইন বোলাররা আমাদের আরও চেপে বসবে। আমাদের পরিকল্পনা ছিল অকশেনাল আসলে ওকে টেক অফ করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজে শট খেলে আউট হয়ে গেছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর