বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্কালোনির পদত্যাগ নিয়ে নতুন করে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

স্কালোনির পদত্যাগ নিয়ে নতুন করে যা জানা গেল

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর থেকেই ফুটবল জগতে নতুন করে এক আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে ডালপালা মেলছে জল্পনা-কল্পনা আর নানা রকমের গুঞ্জণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মারাকানার ম্যাচটি সমর্থকদের দাঙ্গা এবং পুলিশের লাঠিপেটার কারণেই বিতর্ক সৃষ্টি করেছিল। পরে খেলা মাঠে গড়ালে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ শেষে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই আসে লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনির পদত্যাগের ইঙ্গিত।

সেদিন ম্যাচ শেষে আচমকাই গণমাধ্যমকে স্কালোনি জানান, ‘আমি ভবিষ্যতে কি করবো না করবো তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে। এই দল স্থায়ীভাবে যখন আপনাকে চায় তখন আপনার মাঝেও সর্বোচ্চ শক্তিটুকু জমা থাকতে হবে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমি এখনই বিদায় বলছি না, তবে সে সম্ভাবনা একেবারে কমও নয়।’ বর্তমান আলবিসেলেস্তে দলটির বেশ ভালো একজন কোচ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘এই দলটির এমন একজন কোচের প্রয়োজন যার মাঝে সম্ভাব্য সব কিছুই আছে।’

এদিকে স্কালোনির এমন মন্তব্যের পরই গণমাধ্যমে আসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়া তাপিয়ার সঙ্গে বিশ্বজয়ী কোচের বিরোধের খবর। আর্জেন্টাইন গণমাধ্যমে দাবী করা হয়, সভাপতির সঙ্গে মতানৈক্যের কারণেই পদত্যাগ করছেন মেসিদের কোচ।

আবার বিভিন্ন গণমাধ্যমে দাবী করা হয়, আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন স্কালোনি। এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, কোপা আমেরিকার ড্র সামনে রেখে তাপিয়া শীঘ্রই স্কালোনির সঙ্গে বৈঠকে বসবেন। তাকে কোচ হিসেবে রাখার জন্য সম্ভাব্য সবকিছু করবেন বলেও জানা গিয়েছিল। 


বিজ্ঞাপন


তবে তাপিয়ার সঙ্গে স্কালোনির কোনো বৈঠকই এখনো পর্যন্ত হয়নি। আর্জেন্টাইন খ্যাতনামা সাংবাদিক গ্যাস্টন ইদুল আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, মেসিদের বিশ্বজয়ী কোচ স্পেনে ফিরে গেছেন। সেখানে মালোর্কায় তার নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।

ইদুল আরও জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার ব্যাপারে খুব তাড়াতাড়িই কোনো সিদ্ধান্ত আসবেনা। তবে এ বছর শেষ হওয়ার আগেই কোচ এবং তাপিয়ার মধ্যে বৈঠক হবে। সেই সাথে স্কালোনি যে কোপা আমেরিকার ড্রতে যাবেন না তাও জানিয়েছেন তিনি।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর