বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোহিতদের ছেড়ে আইপিএলের নতুন দায়িত্বে দ্রাবিড়!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

রোহিতদের ছেড়ে আইপিএলের নতুন দায়িত্বে দ্রাবিড়

ভারতের ক্রিকেটে শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের অধ্যায়। দেশটির সাবেক এই ক্রিকেটার দুই বছরের চুক্তিতে রোহিত শর্মাদের দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনেই সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দাপুটে পারফর্ম্যান্স করেছে বিরাট কোহলিরা। তবে শেষ পর্যন্ত শিরোপা ঘরে ওঠাতে পারেনি স্বাগতিকরা। এমন অবস্থায় চুক্তি শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। তবে বিরাট-রোহিতদের দায়িত্ব ছেড়ে কাদের দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এই তারকা তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।   

রাহুল মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় এখন নতুন করে কোচ নিয়োগের কথা ভাবতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে(বিসিসিআই)। কোহলিদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দ্রাবিড়েরই সতীর্থ ভিভিএস লক্ষ্মণ।


বিজ্ঞাপন


বিশ্বকাপের পর শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মটিতে ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দ্রাবিড়ের পরিবর্তে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব অন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিসিসিআই এর সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করছেন না দ্রাবিড়। দুই বছর দায়িত্ব পালনকালে তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল এবং এশিয়া কাপ ফাইনালে ওঠেছিল কোহলিরা। তবে এশিয়া কাপ ছাড়া আর কোনো শিরোপাই জেতেনি কোহলিরা।

তবে রোহিতদের দায়িত্ব শেষে আইপিএলে ফিরতে যাচ্ছেন দ্রাবিড়। গুঞ্জন রয়েছে রাজস্থান রয়্যালস কিংবা লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দেখা যেতে পারে ভারতের দ্য ওয়াল খ্যাত এই ক্রিকেটারকে। 

সম্প্রতি লখনউয়ের মেন্টরের দায়িত্ব ছেড়েছেন গম্ভীর। তাই জোর গুঞ্জন রয়েছে গৌতম গম্ভীরের জায়গায় স্থালিভিষিক্ত হবেন দ্রাবিড়। তবে আরো জোর দাবি করা হচ্ছে   লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ইতিমধ্যে চুক্তির আলোচনাও হয়ে গিয়েছে ভারতের এই হেড কোচের। তবে শেষ পর্যন্ত দ্রাবিড় কোথায় যাবেন তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর