শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবসরের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

অবসরের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

পাকিস্তানের ক্রিকেটে কখন কি হয় তা যেন কেউই নিশ্চিত করে বলতে পারবে না। বিশ্বকাপের মাঝপথে দলের ব্যর্থতার জেরে হঠাৎ প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম উল হক। এরপর পিসিবিতে যেন রদবদলের ঝড় শুরু হয়। একে একে অধিনায়ক থেকে ধরে দলের টিম ডিরেক্টর, বোলিং কোচ, হেড কোচ সব কিছুতেই রদবদল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এসবের পর আজ হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। 

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের দলে জায়গা পাননি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। পুরো বিশ্বকাপ চলাকালীন ঘরোয়া ক্রিকেটের মৌসুম চললেও তিনি সেখানে খেলেননি। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেলে বিশ্বকাপ জুড়ে করেছেন বিভিন্ন শো। যেখানে তার সঙ্গে ছিলেন তার সতীর্থ ও পাকিস্তানের সাবেক তারকা মোহাম্মদ আমির। 


বিজ্ঞাপন


বিশ্বকাপে চলাকালে ঘরোয়া ক্রিকেট না খেলে টিভি শো করায় পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম থেকে ধরে অনেক সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ভক্ত থেকে ধরে ক্রীড়া বিশ্লেষক অনেকেই ভেবেছিলেন আবারো পাকিস্তানের জার্সি গায়ে দেখা যাবে ইমাদকে। 

কিন্তু আজ হঠাৎ নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমাদ ওয়াসিম। এক বার্তায় তিনি জানান, সম্প্রতি আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি, আমার মনে হয়েছে এটিই আমার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সঠিক সময়। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এতোদিন ধরে সব ধরনের সহায়তার জন্য ধন্যবাদ জানায়।'   

বিদায়ী বার্তায় তার ভক্তদেরও কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলা এই তারকা।


বিজ্ঞাপন


গুঞ্জন রয়েছে পাকিস্তানের ক্রিকেটের নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ও বিশ্বকাপ চলাকালে টিভি শো করার তাকে আর পাকিস্তানের জার্সিতে ফেরানো হবে না। তারই জেরে এবার অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় অর্জন রয়েছে ইমাদের। পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৭২ রানের পাশাপাশি ১০৯ টি উইকেট নিয়েছিলেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর