কদিন আগের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কত কান্ডই না হয়ে গেলো। তবুও যেন আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না এই ঘটনা নিয়ে। একের পর এক নতুন দিক উন্মোচিত হচ্ছে। যেই ম্যাচের আগে দুই দলের সমর্থকদের দাঙ্গা, ব্রাজিলিয়ান পুলিশের দ্বারা আর্জেন্টাইন সমর্থকদের লাঠিপেটা হওয়া, ভক্তদের বাঁচাতে পুলিশের সাথে এমিলিয়ানো মার্টনেজের লড়াই, মেসিদের জয় সবকিছু নিয়েই সরব ফুটবল অঙ্গণ। এবার এ ঘটনার আরও একটি নতুন দিক উন্মোচিত হয়েছে যার সঙ্গে আবার জড়িয়ে আছেন বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচের আগে জাতীয় সংগীত গাওয়ার সময় আররেজন্টাইন সমর্থকদের দুয়ো দিয়েছিলেন সেলেসাও ভক্তরা। এমনকি চেয়ার ছুঁড়ে মেরেছিলেন বলেও অভিযোগ আছে। এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে বেঁধে যায় দাঙ্গা। এমন অবস্থার নিয়ন্ত্রণে আনতে পরে মাঠে নামে ব্রাজিলিয়ান পুলিশ।
বিজ্ঞাপন
পরে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে আর্জেন্টাইন সমর্থকদের উপর। ভক্তদের বাঁচাতে এ সময় ঝাপিয়ে পড়েন মার্টিনেজ, মেসিরা। এক পর্যায়ে মেসি তার সতীর্থদের নিয়ে মাঠ ত্যাগ করে চলে যান ড্রেসিং রুমের দিকে।
বিজ্ঞাপন
এদিকে মেসি, মার্টিনেজদের ড্রেসিং রুমে যাওয়ার সময়ের একটি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়েই বেঁধেছে বিপত্তি। এতে দেখা যায়, ড্রেসিং রুমে ঢোকার টানেলের মুখে ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে আলবিসেলেস্তে ফুটবলারদের। ফুটবলারদের দিকে পানি ছিটিয়ে মারেন সেলেসাও ভক্তরা। এ সময় তাদের দিকে থুতু দিয়েছেন ডি মারিয়া।
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এমন সংঘাতের ঘটনায় তদন্তে নামছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে যদি ব্রাজিলিয়ান কনফেডারেশনের কোনো দায় প্রমাণিত হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ফিফা।
শাস্তি হিসেবে ব্রাজিলকে আর্থিক জরিমানা করা হতে পারে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে। এছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে সেলেসাওদের পয়েন্ট কেটে নেয়া, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার মত শাস্তির মুখেও পড়তে হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের।

