ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের দেশে ফিরতে হয়েছে খালি হাতেই, পাওয়া হয়নি সেমিফাইনালের টিকিটও। ব্যর্থ হওয়ায় সমালোচনাও যেমন কম হয়নি তেমনি দেশটির ক্রিকেট ঘিরে নাটকও কম মঞ্চস্থ হয়নি। বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন করে সাজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আলোচনা পিছু ছাড়ছে না পিসিবির। এখন আলোচনায় হারিস রউফ, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে চাননা তিনি। শুধু তাই নয়, বিগব্যাশ খেলবেন বলে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছেন না, এতে চোটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে যারা বেছে খেলতে চাচ্ছেন তাদের বিপক্ষে পদক্ষেপ নিচ্ছে পিসিবি।
পিটিআইর বরাত দিয়ে এমনটায় জানায় পাকিস্তানের গণমাধ্যম ডন। যেখানে জানা যায়, হারিস রউফ যদি অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলে থাকে, তাহলে কেন্দ্রীয় চুক্তিতে এক গ্রেড নিচে নামিয়ে দেওয়া হতে পারে তাকে। অন্যদিকে বিগব্যাশ খেলবেন বলে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছেন না যারা, তার জন্য অনাপত্তিপত্র নাও দিতে পারে পিসিবি।
বিজ্ঞাপন
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, পিসিবির উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা হারিসের আচরণ ও তাঁর সমর্থনে লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের বিবৃতিতে খুব বিরক্ত হয়েছেন। সূত্র জানিয়েছে, এ কারণে হারিসের চুক্তিতে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে চাচ্ছে পাকিস্তান বোর্ড।
এই সূত্র আরও বলেছে, ‘হারিস যদি শুধু সাদা বলে মনোযোগ দিতে চায়, ওর কেন্দ্রীয় চুক্তিটা পুণর্বিবেচনা করার আলোচনা করা হবে। কারণ ওকে ক্যাটাগরি বি তে রাখা হয়েছে। সেখানে মাসে ৪০ লাখ রুপির বেশি বেতন দেওয়া হয়, সে সঙ্গে ম্যাচ ফি, বোনাসও বেশি দেওয়া হয়। এবং আইসিসির আয় থেকেও কিছু অংশ পায়। শীর্ষ দুই ক্যাটাগরি যারা পায়, তাদের সব সংস্করণের খেলোয়াড় বলে মনে করা হয়।’
হারিসকে লাল বলের ক্রিকেটের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এবং তাঁকে চাইলে স্বাধীনভাবে খেলার প্রস্তাবও দেওয়া হবে। নিজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের জেসন রয় যেমন কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও জাতীয় দলে খেলছেন, তেমন কিছু হারিস চান কি না, তা জিজ্ঞেস করা হবে। আর তেমন না হলে বিগব্যাশ খেলার জন্য অনাপত্তিপত্র নাও দিতে পারে বোর্ড।

