শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভালো হয়ে যাও-সাবেক পাকিস্তান ক্রিকেটারকে শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

ভালো হয়ে যাও-সাবেক পাকিস্তান ক্রিকেটারকে শামি

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যেন ছিল দুই মেরুতে। একদিকে ভারত টুর্নামেন্ট জুড়েই খেলেছে দাপটের সঙ্গে, অন্যদিকে আসরজুড়ে নিজেদের হারিয়েছে খুজেছে বাবর আজমরা। তবে ম্যান ইন গ্রিনরা ফেভারিট হিসেবে খেলতে এসে ফিরেছে খালি হাতেই, জায়গা হয়নি সেমিফাইনালেও। ফাইনালে ওঠলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি রোহিত শর্মাদের। তবে পুরো আসরেই ভারতীয় বোলাররা ছিলেন দুর্দান্ত।

এবারের বিশ্বকাপে অন্যান্য দলের বোলাররা যেখানে নিজেদের মানিয়ে নিতেই বেগ পেয়েছেন সেখানে ব্যতিক্রম ছিলেন জস্প্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজরা। ভারতের এই পেস ত্রয়ী প্রতিপক্ষকে খাবি খাইয়ে ছেড়েছে বেশ কয়েকবার। হার্দিক পান্ডিয়া চোটে পড়ার পর দলে জায়গা পান মোহাম্মদ শামি।


বিজ্ঞাপন


এরপর তো রেকর্ডই গড়েছেন তিনি, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি, তিনবার নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি, হারিস রউফরা নিজেদের মেলে ধরতে পারেন নি। এদিকে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে তাদের নিয়ে বিতর্কিত এক প্রশ্ন তুলেছিলেন সবেক পাকিস্তান ক্রিকেটার হাসান রাজা।

তিনি দাবী করেন, ভারতীয় বোলারদের ভিন্ন বলে বল করতে দেয়া হয় তাই তারা এমন পারফর্ম্যান্স করতে পারছে। এমন মন্তব্যের পর নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটার। তার এমন ক্তহার কোড়া জবাব দিয়েছিলেন পাকিস্তানেরই সাবেক পেসার ওয়াসিম আকরাম। এবার মুখ খুলেছেন মোহাম্মদ শামিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপের শুরুতে খেলিনি। যখন খেলেছি, ৫ উইকেট নিয়েছি, পরের ম্যাচে ৪টি নিয়েছি, এরপর আবার ৫টি নিয়েছি। কিছু পাকিস্তান খেলোয়াড়ের ব্যাপারটা হজম হচ্ছিল না, আমার কী করার আছে!’

অন্যদের সাফলয উপভোগ করতে পারলেই ভালো খেলোয়াড় হতে পারবেন জানিয়ে শামি আরও বলেন, ‘আমার তো কখনো হিংসা হয় না। অন্যদের সাফল্যও যদি উপভোগ করতে পারেন, তাহলেই আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন।’


বিজ্ঞাপন


পাকিস্তান ক্রিকেটাররা শুধু নিজেকেই সেরা মনে করেন জানিয়ে শামি বলেন, ‘তাদের মনে আছে, “আমরাই সেরা”। সেরা সে-ই হয়, যে প্রয়োজনের সময় পারফর্ম করে। কিন্তু আপনি বিতর্ক তৈরি করেই যাচ্ছেন—তারা (ভারতীয় বোলাররা) ভিন্ন রঙের বল পাচ্ছে, ভিন্ন কোম্পানির বল পাচ্ছে।’

আর তাদের প্রতি সাবধান বাণী হিসেবেই শামি বলেন, ‘ভালো হয়ে যাও বন্ধুরা!’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর