বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলে সংঘাতের ম্যাচে ইনজুরিতে মেসি 

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলে সংঘাতের ম্যাচে ইনজুরিতে মেসি 

২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট নিশ্চিতে আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এ দুই দেশের লড়াই মানেই যে উত্তাপ-উত্তেজনা তার প্রমাণ মিলেছে আরও একবার। দারুণ একটা লড়াই দেখার অপেক্ষায় ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা। অবশ্য নান্দনিক ফুটবলের চাইতে ফাউল এবং মাঠের বাইরের লড়াইয়ের কারণেই বেশি আলোচিত হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের মধ্যকার ম্যাচটি। যেখানে শেষ হাসি হেসেছে তিনবারের চ্যাম্পিয়নরা। ১-০ জয় পেলেও একটা দুশ্চিন্তা থেকেই গেছে। বছরের শেষ খেলায় চোট নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসি। ম্যাচের ৭৮ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ককে তুলে নেন কোচ লিওনেল স্ক্যালোনি। মূলত কুঁচকির অস্বস্তি নিয়ে অভিযোগ জানানোয় তাকে তুলে নেন কোচ। এ বিষয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি আমার পায়ের সংযোগস্থলে অস্বস্তি অনুভব করছিলাম। এটা এই বছর আমার শেষ খেলা ছিল তাই আমি সেরে ওঠার পর্যাপ্ত সময় পাব। ২০২৪ সালে আমি আমার সবটা দিব।’ 


বিজ্ঞাপন



বিজ্ঞাপন


ম্যাচের প্রথমার্ধেও অস্বস্তিতে ভুগছিলেন মেসি। তাই মাঠের বাইরে চিকিৎসাও নেন তিনি। তাকে দেখেই বোঝা যাচ্ছিল, পুরোপুরি ফিট নন তিনি। মেসি আরও জানান, দর্শকদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষে খেলা ২৭ মিনিট দেরিতে শুরু হয়েছে, সেটিই তার ইনজুরির জন্য অনেকাংশে দায়ী। তিনি বলেন, ‘এটা আমাকে ঠিকমতো ঠাণ্ডা হতে দেয়নি। লকার রুমে গিয়েছি আর সঙ্গে সঙ্গে চলে এসেছি।’  

এদিকে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে গ্যালারির সংঘর্ষ নিয়ে কথা বলতে আসেন মেসি। বিশ্বকাপজয়ী এ তারকা বলেছেন, ‘নিশ্চিতভাবেই খুব খারাপ কাজ হলো। দর্শকদের কীভাবে পুলিশ পিটিয়েছে, সেটা আমরা দেখেছি। লিবার্তোদোরেসের ফাইনালেও দক্ষিণ আমেরিকার প্রধান মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে এমন হয়েছিল, এখন আবারও পেটানো হলো। সেখানে গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারও ছিল। আর সবার আগে পরিবার। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে, বাকি সব গুরুত্বহীন হয়ে পড়ে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর