রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ভারতের সমর্থকদের চুপ করাতে পেরে বেজায় খুশি কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১১:১৫ এএম

শেয়ার করুন:

ভারতের সমর্থকদের চুপ করাতে পেরে বেজায় খুশি কামিন্স

যে কোনো খেলায়ই স্টেডিয়াম ভর্তি জনতাকে স্তব্ধ করে দেয়ার মত তৃপ্তি আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আমরা এই তৃপ্তিটাই পেতে চাই- ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে এই লক্ষ্যের কথাই জানিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের যেমন কথা তেমন কাজ। লক্ষ্যে অবিচল ছিলেন তিনি আর তার দল। যার ফলে ১ লাখ ৩২ হাজারের নরেন্দ্র মোদি স্টেডিয়াম কাল শোকে স্তব্ধ হয়েছিল, ছিল কামিন্সের শান্তির নীরবতা।

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলেই বিশ্বকাপ শিরোপা জয়। এর থেকে তৃপ্তির আর কি হতে পারে। দারুণ এই সফলতাই অর্জন করেছে অস্ট্রেলিয়া। সেই সাথে অজি অধিনায়ক চেয়েছিল স্টেডিয়ামে থাকা ভারতের বিশাল সমর্থক গোষ্ঠীকে চুপ করাতে, তাও পেরেছেন। বিশ্বজয়ের পর তাই বেজায় খুশি কামিন্স।


বিজ্ঞাপন


ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি বলেন, ভারতীয় সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যি প্রশংসার যোগ্য। অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার আবহাওয়া। হ্যাঁ, এটা ঠিক কিছুক্ষণ তারা উত্তেজনার বসে দলের হয়ে গলা ফাটাচ্ছিল, তবে আমরা যখন বল করছিলাম বেশিরভাগ সময়ই ওরা চুপ ছিল। এতে আমি খুবই খুশি হয়েছি।'

বিশ্বকাপ জয়ই একমাত্র লক্ষ্য ছিল জানিয়ে কামিন্স বলেন, 'নিঃসন্দেহে এই জয় মনে রাখার মতো এবং এই দিনটি আমাদের সকলের মনে থাকবে। আমাদের একটাই লক্ষ্য ছিল। সেটা হলো বিশ্বকাপ জেতা। আমরা কোনও কিছুর হওয়ার অপেক্ষায় ছিলাম না। মনে সাহস নিয়ে খেলাটা খেলে গিয়েছিলাম।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর