পুরো বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। নয় ম্যাচে সাত পরাজয় নিয়ে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। তবে দেশে ফেরার পরই খবরের শিরোনাম বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে শুরু হয়েছিল নানা নাটকীয়তা। আর তার প্রতিফলন ঘটেছে চলমান বিশ্বকাপে। বিশ্বকাপ শুরুর আগে গণমাধ্যমে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দেওয়া সাক্ষাৎকার কারণে ক্রিকেটাররা অস্বস্তিতে ছিল। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া উইংয়ের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর মতে, বিশ্বকাপের আগে সাকিবের দেওয়া এই সাক্ষাৎকার দলের জন্য মঙ্গলজনক ছিল না। এই সাক্ষাৎকার দলকে অস্বস্তিতে ফেলেছিল বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কন্ট্র্যাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় তারা উপরের দিকেই থাকবে। তারা যেই কাজগুলো করেছে বা যেই ইন্টারভিউগুলো দিয়েছে। যেটা নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সেই জিনিসগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো। তাহলে আমরা আরও স্বস্তির জায়গাতে থাকতাম। ওইরকম যদি না হতো তাহলে হয়তো ভালো হতো।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া উইংয়ের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বিশ্বকাপ শেষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজে সাকিবের না থাকার সম্ভাবনাই বেশি। বিশ্বসেরা এই অলরাউন্ডার না থাকলে টাইগারদের নেতৃত্ব দিতে পারেন লিটন।
এই বিষয়ে টিটু বলেন, ‘সাকিবের যেহেতু ইনজুরি আছে। যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে, সে পর্যন্ত সাকিব খেলবে না আমরা সবাই জানি। টেস্টে তো ভাইস ক্যাপ্টেন হিসেবে লিটন আছে। যদি এর মাঝে নতুন কিছু সিদ্ধান্ত না হয়, তাহলে লিটনই অধিনায়ক হিসেবে থাকবে। আর যদি নতুন কিছু হয়, তাহলে আপনারা জেনে যাবেন। টিম যখন ঘোষণা হবে ক্যাপ্টেন কে থাকবে ডিটেইলস বলে দেওয়া হবে।’